Sushmita-Lalit: সুস্মিতা-ললিত ডেটিং প্রসঙ্গে সবচেয়ে বেশি চর্চিত প্রশ্ন যা ঘুরছে সোশ্যাল মিডিয়াতে, নজরে দেওয়া যাক

Sushmita-Lalit: মলদ্বীপ থেকে ফিরে ললিত মোদীর টুইটারে সুস্মিতা সেনকে ‘বেটার হাফ’ বলে উল্লেখ করেন। সঙ্গে দেন বেশ কিছু ঘনিষ্ট মুহূর্তের ছবি। যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে নেটিজ়েনদের মাথায়।

| Edited By: | Updated on: Jul 15, 2022 | 11:45 PM
গতকাল ললিত মোদি ঘোষণা করেছিলেন যে সুস্মিতা সেন এবং তিনি দম্পতি। তাঁরা সম্পর্কে রয়েছেন প্রমাণ দিতে তাঁদের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তাঁদের নিয়ে আলোচনায় সরব। অভিনেত্রীকেও ট্রোল করা হয়েছে এবং অনেকে এমনকি অনুমানও করেছেন তাঁর আঙুলের আংটি দেখে যে তাঁদের বাগদানও হয়েছে। তবে সুস এখন সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে জানিয়েছেন যে তিনি বিবাহিত বা বাগদত্ত্বা নন। সঙ্গে ট্রোলকারীদের এও বলেছেন যে এটি কারও মাথাব্যাথা করার বিষয নয়। তিনি তাঁর মেয়েদের সঙ্গে একটি ছবি দিয়্ বার্তাটি শেয়ার করেছেন। কিন্তু এর পরও প্রশ্ন হল তাঁরা কি ডেটিং করছেন, না করছেন না? কারণ সুস্মিতা এখনও ললিত মোদীর সঙ্গে কোনও পোস্ট শেয়ার করেননি।

গতকাল ললিত মোদি ঘোষণা করেছিলেন যে সুস্মিতা সেন এবং তিনি দম্পতি। তাঁরা সম্পর্কে রয়েছেন প্রমাণ দিতে তাঁদের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তাঁদের নিয়ে আলোচনায় সরব। অভিনেত্রীকেও ট্রোল করা হয়েছে এবং অনেকে এমনকি অনুমানও করেছেন তাঁর আঙুলের আংটি দেখে যে তাঁদের বাগদানও হয়েছে। তবে সুস এখন সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে জানিয়েছেন যে তিনি বিবাহিত বা বাগদত্ত্বা নন। সঙ্গে ট্রোলকারীদের এও বলেছেন যে এটি কারও মাথাব্যাথা করার বিষয নয়। তিনি তাঁর মেয়েদের সঙ্গে একটি ছবি দিয়্ বার্তাটি শেয়ার করেছেন। কিন্তু এর পরও প্রশ্ন হল তাঁরা কি ডেটিং করছেন, না করছেন না? কারণ সুস্মিতা এখনও ললিত মোদীর সঙ্গে কোনও পোস্ট শেয়ার করেননি।

1 / 6
গতকাল ললিত মোদি ঘোষণা করেছিলেন যে সুস্মিতা সেন এবং তিনি দম্পতি। তাঁরা সম্পর্কে রয়েছেন প্রমাণ দিতে তাঁদের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তাঁদের নিয়ে আলোচনায় সরব। অভিনেত্রীকেও ট্রোল করা হয়েছে এবং অনেকে এমনকি অনুমানও করেছেন তাঁর আঙুলের আংটি দেখে যে তাঁদের বাগদানও হয়েছে। তবে সুস এখন সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে জানিয়েছেন যে তিনি বিবাহিত বা বাগদত্ত্বা নন। সঙ্গে ট্রোলকারীদের এও বলেছেন যে এটি কারও মাথাব্যাথা করার বিষয নয়। তিনি তাঁর মেয়েদের সঙ্গে একটি ছবি দিয়্ বার্তাটি শেয়ার করেছেন। কিন্তু এর পরও প্রশ্ন হল তাঁরা কি ডেটিং করছেন, না করছেন না? কারণ সুস্মিতা এখনও ললিত মোদীর সঙ্গে কোনও পোস্ট শেয়ার করেননি।

গতকাল ললিত মোদি ঘোষণা করেছিলেন যে সুস্মিতা সেন এবং তিনি দম্পতি। তাঁরা সম্পর্কে রয়েছেন প্রমাণ দিতে তাঁদের মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তাঁদের নিয়ে আলোচনায় সরব। অভিনেত্রীকেও ট্রোল করা হয়েছে এবং অনেকে এমনকি অনুমানও করেছেন তাঁর আঙুলের আংটি দেখে যে তাঁদের বাগদানও হয়েছে। তবে সুস এখন সমস্ত আলোচনার অবসান ঘটিয়ে জানিয়েছেন যে তিনি বিবাহিত বা বাগদত্ত্বা নন। সঙ্গে ট্রোলকারীদের এও বলেছেন যে এটি কারও মাথাব্যাথা করার বিষয নয়। তিনি তাঁর মেয়েদের সঙ্গে একটি ছবি দিয়্ বার্তাটি শেয়ার করেছেন। কিন্তু এর পরও প্রশ্ন হল তাঁরা কি ডেটিং করছেন, না করছেন না? কারণ সুস্মিতা এখনও ললিত মোদীর সঙ্গে কোনও পোস্ট শেয়ার করেননি।

2 / 6
সবাই সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যখন আলোচনা করছেন, তখন অভিনেত্রীর পরিবারের কাছে এই বিষয়ে কোনও ধারণা নেই। প্রথমে ভাই রাজীব সেন জানিয়েছিলেন যে তিনি এখনও সুস্মিতা সেনের সঙ্গে খবরটি নিয়ে নিশ্চিত করেননি, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না। তাঁর বাবাও জানিয়েছেন যে এই সম্পর্কের বিষয়ে তাঁরও কোনও ধারণা নেই।

সবাই সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যখন আলোচনা করছেন, তখন অভিনেত্রীর পরিবারের কাছে এই বিষয়ে কোনও ধারণা নেই। প্রথমে ভাই রাজীব সেন জানিয়েছিলেন যে তিনি এখনও সুস্মিতা সেনের সঙ্গে খবরটি নিয়ে নিশ্চিত করেননি, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না। তাঁর বাবাও জানিয়েছেন যে এই সম্পর্কের বিষয়ে তাঁরও কোনও ধারণা নেই।

3 / 6
সবাই সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যখন আলোচনা করছেন, তখন অভিনেত্রীর পরিবারের কাছে এই বিষয়ে কোনও ধারণা নেই। প্রথমে ভাই রাজীব সেন জানিয়েছিলেন যে তিনি এখনও সুস্মিতা সেনের সঙ্গে খবরটি নিয়ে নিশ্চিত করেননি, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না। তাঁর বাবাও জানিয়েছেন যে এই সম্পর্কের বিষয়ে তাঁরও কোনও ধারণা নেই।

সবাই সুস্মিতা সেন এবং ললিত মোদীর সম্পর্ক নিয়ে যখন আলোচনা করছেন, তখন অভিনেত্রীর পরিবারের কাছে এই বিষয়ে কোনও ধারণা নেই। প্রথমে ভাই রাজীব সেন জানিয়েছিলেন যে তিনি এখনও সুস্মিতা সেনের সঙ্গে খবরটি নিয়ে নিশ্চিত করেননি, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবেন না। তাঁর বাবাও জানিয়েছেন যে এই সম্পর্কের বিষয়ে তাঁরও কোনও ধারণা নেই।

4 / 6
বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে সুস্মিতা সেনের বিয়ে নিয়ে আলোচনা চলছে বি-টাউনে। এমনকি যখন তিনি রোহমান শলের সঙ্গে ডেটিং করছিলেন তখন গুজব ছিল যে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন। কিন্তু তা হয়নি। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হলেও বিয়ের বিষয়ে নন। তাই অনেকের মনেই ভাবনা এসেছে হয়তো তিনি এবার বিয়ে করে স্থিতু হতে চান।

বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে সুস্মিতা সেনের বিয়ে নিয়ে আলোচনা চলছে বি-টাউনে। এমনকি যখন তিনি রোহমান শলের সঙ্গে ডেটিং করছিলেন তখন গুজব ছিল যে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন। কিন্তু তা হয়নি। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হলেও বিয়ের বিষয়ে নন। তাই অনেকের মনেই ভাবনা এসেছে হয়তো তিনি এবার বিয়ে করে স্থিতু হতে চান।

5 / 6
বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে সুস্মিতা সেনের বিয়ে নিয়ে আলোচনা চলছে বি-টাউনে। এমনকি যখন তিনি রোহমান শলের সঙ্গে ডেটিং করছিলেন তখন গুজব ছিল যে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন। কিন্তু তা হয়নি। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হলেও বিয়ের বিষয়ে নন। তাই অনেকের মনেই ভাবনা এসেছে হয়তো তিনি এবার বিয়ে করে স্থিতু হতে চান।

বহুদিন ধরেই প্রশ্ন উঠেছে সুস্মিতা সেনের বিয়ে নিয়ে আলোচনা চলছে বি-টাউনে। এমনকি যখন তিনি রোহমান শলের সঙ্গে ডেটিং করছিলেন তখন গুজব ছিল যে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন। কিন্তু তা হয়নি। প্রেমের ক্ষেত্রে ভাগ্যবান হলেও বিয়ের বিষয়ে নন। তাই অনেকের মনেই ভাবনা এসেছে হয়তো তিনি এবার বিয়ে করে স্থিতু হতে চান।

6 / 6
Follow Us: