AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Bash League: এ বারের বিগ ব্যাশের ড্রাফ্টে পোলার্ড-রশিদ-ব্র্যাভোরা

আইপিএলের মতো এ বার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও (BBL) শুরু হচ্ছে ড্রাফ্ট সিস্টেম। চলতি বছরের ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১২তম সংস্করণ। এই টুর্নামেন্টে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্লেয়ারদের ড্রাফ্ট। এ বারের ড্রাফ্টে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কায়রন পোলার্ডদের নাম। এ বারের বিবিএল চলবে ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ অবধি।

| Edited By: | Updated on: Jul 16, 2022 | 7:30 AM
Share
আইপিএলের মতো এ বার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও (BBL) শুরু হচ্ছে ড্রাফ্ট সিস্টেম। চলতি বছরের ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১২তম সংস্করণ। এই টুর্নামেন্টে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্লেয়ারদের ড্রাফ্ট। এ বারের ড্রাফ্টে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কায়রন পোলার্ডদের নাম। এ বারের বিবিএল চলবে ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ অবধি। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

আইপিএলের মতো এ বার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও (BBL) শুরু হচ্ছে ড্রাফ্ট সিস্টেম। চলতি বছরের ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের ১২তম সংস্করণ। এই টুর্নামেন্টে প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে প্লেয়ারদের ড্রাফ্ট। এ বারের ড্রাফ্টে রয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার কায়রন পোলার্ডদের নাম। এ বারের বিবিএল চলবে ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ অবধি। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

1 / 5
এ বারের ড্রাফ্ট সিস্টেমের মধ্যেও রয়েছে রিটেনশন পদ্ধিতিও। ফলে গত মরসুমে যে প্লেয়াররা যে দলের হয়েছে সেই দল তাঁদের ধরে রাখার অগ্রাধিকার পাবে। গত মরসুমে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান অ্যাডিলেড স্ট্রাইকারে খেলেছিলেন। এ বার তিনি ড্রাফ্টে রয়েছেন। ফলে তাঁকে অ্যাডিলেড স্ট্রাইকারেই এ বারও খেলতে দেখা যেতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

এ বারের ড্রাফ্ট সিস্টেমের মধ্যেও রয়েছে রিটেনশন পদ্ধিতিও। ফলে গত মরসুমে যে প্লেয়াররা যে দলের হয়েছে সেই দল তাঁদের ধরে রাখার অগ্রাধিকার পাবে। গত মরসুমে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান অ্যাডিলেড স্ট্রাইকারে খেলেছিলেন। এ বার তিনি ড্রাফ্টে রয়েছেন। ফলে তাঁকে অ্যাডিলেড স্ট্রাইকারেই এ বারও খেলতে দেখা যেতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

2 / 5
আফগান তারকা স্পিনার রশিদ খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড এই ড্রাফ্ট সিস্টেমে রয়েছেন। তিনি ২০১৭-১৮ মরসুমে শেষ বার বিবিএলে খেলেছিলেন। ফলে এ বার যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

আফগান তারকা স্পিনার রশিদ খানের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড এই ড্রাফ্ট সিস্টেমে রয়েছেন। তিনি ২০১৭-১৮ মরসুমে শেষ বার বিবিএলে খেলেছিলেন। ফলে এ বার যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নিতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

3 / 5
কায়রন পোলার্ডের মতোই ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোও আসন্ন বিবিএলের ড্রাফ্টে রয়েছেন। তিনি শেষ বার বিবিএলে খেলেছিলেন ২০১৮-১৯ মরসুমে। ফলে পোলার্ডের মতো তাঁকেও যে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

কায়রন পোলার্ডের মতোই ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভোও আসন্ন বিবিএলের ড্রাফ্টে রয়েছেন। তিনি শেষ বার বিবিএলে খেলেছিলেন ২০১৮-১৯ মরসুমে। ফলে পোলার্ডের মতো তাঁকেও যে কোনও ফ্র্যাঞ্চাইজি কিনতে পারে। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

4 / 5
রশিদ খান, কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড, শেল্ডন কটরেল, এভিন লুইসও রয়েছেন আসন্ন বিবিএলের ড্রাফ্টে। পাশাপাশি নিউজিল্যান্ডের কলিন মুনরো, টড অ্যাশলিও রয়েছেন সেই তালিকায়। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

রশিদ খান, কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড, শেল্ডন কটরেল, এভিন লুইসও রয়েছেন আসন্ন বিবিএলের ড্রাফ্টে। পাশাপাশি নিউজিল্যান্ডের কলিন মুনরো, টড অ্যাশলিও রয়েছেন সেই তালিকায়। (ছবি-কেএফসি বিগ ব্যাশ লিগ টুইটার)

5 / 5