Pocket Friendly Destinations: সস্তায় দেদার বিদেশ ভ্রমণ! এ বছর খুব কম খরচে কোথায় কোথায় যাবেন, নোট করুন আজই

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Updated on: Jan 07, 2023 | 10:39 AM

Foreign Destinations: বেড়াতে যেতে কার না ভাল লাগে। দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি থাকে, তাহলে এ বছরই ঘুরে আসুন বেশ কিছু জায়গায়...

Jan 07, 2023 | 10:39 AM
নতুন বছর মানেই নতুন উন্মাদনা। নতুন পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় ভ্রমণ যে প্রথম সারিতেই থাকবে, তাতে কোনও সন্দেহ নেই। বেড়াতে যেতে কার না ভাল লাগে। দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি থাকে, তাহলে এ বছরই ঘুরে আসুন বেশ কিছু জায়গায়...

নতুন বছর মানেই নতুন উন্মাদনা। নতুন পরিকল্পনা। আর সেই পরিকল্পনায় ভ্রমণ যে প্রথম সারিতেই থাকবে, তাতে কোনও সন্দেহ নেই। বেড়াতে যেতে কার না ভাল লাগে। দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি থাকে, তাহলে এ বছরই ঘুরে আসুন বেশ কিছু জায়গায়...

1 / 7
আন্তর্জাতিক ডেস্টিনেশনের জন্য চাই অনেক বাজেট। কিন্তু বিদেশ ভ্রমণ যদি এ বছর যেতে চান তাহলে কম খরচের মধ্যেও যাত্রা সম্ভব। সমুদ্র সৈকত, পর্বত, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সাংস্কৃতিক পরিবেশের মধ্যে নিজেকে মেলে ধরতে চান, তাহলে কম খরচে বিদেশের এই ৬ জায়গার মাটি ছুঁয়ে আসতে পারেন।

আন্তর্জাতিক ডেস্টিনেশনের জন্য চাই অনেক বাজেট। কিন্তু বিদেশ ভ্রমণ যদি এ বছর যেতে চান তাহলে কম খরচের মধ্যেও যাত্রা সম্ভব। সমুদ্র সৈকত, পর্বত, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সাংস্কৃতিক পরিবেশের মধ্যে নিজেকে মেলে ধরতে চান, তাহলে কম খরচে বিদেশের এই ৬ জায়গার মাটি ছুঁয়ে আসতে পারেন।

2 / 7
বালি: ইন্দোনেশিয়ার স্বর্গ! সাদা বালির সমুদ্র সৈকত, নীল সমুদ্র, উচ্চমানের কালচারাল হেরিটেজ হিসেবে বালির সুখ্যাতি রয়েছে সারা বিশ্বে। যদি সমুদ্রের জলে গা ভেজাতে ভালবাসেন, তাহলে বালি আপনার বিলেত ভ্রমণের তালিকায় রাখতে পারেন। আন্ডারওয়াটার ডাইভিং, সারফিংয়ের মত রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসের আদর্শ জায়গা এটি। বালি যাওয়ার উড়ানের টিকিট বেশ সস্তা। ফলে যে কোনও ট্রাভেলার্সের কাছে বালি হল সেরা বিদেশ ভ্রমণের অন্যতম ঠিকানা।

বালি: ইন্দোনেশিয়ার স্বর্গ! সাদা বালির সমুদ্র সৈকত, নীল সমুদ্র, উচ্চমানের কালচারাল হেরিটেজ হিসেবে বালির সুখ্যাতি রয়েছে সারা বিশ্বে। যদি সমুদ্রের জলে গা ভেজাতে ভালবাসেন, তাহলে বালি আপনার বিলেত ভ্রমণের তালিকায় রাখতে পারেন। আন্ডারওয়াটার ডাইভিং, সারফিংয়ের মত রোমাঞ্চকর ওয়াটার স্পোর্টসের আদর্শ জায়গা এটি। বালি যাওয়ার উড়ানের টিকিট বেশ সস্তা। ফলে যে কোনও ট্রাভেলার্সের কাছে বালি হল সেরা বিদেশ ভ্রমণের অন্যতম ঠিকানা।

3 / 7
থাইল্যান্ড:   অসাধারণ স্বাদের হরেক কিসিমের খাবার আর স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনায় প্রাণ জুড়িয়ে যায় পর্যটকদের। শুধু তাই নয়, যারা দেদার শপিং করতে ভালবাসেন, তাদের জন্য থাইল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন। ফ্লাইট ও ভিসার খরচও বেশ কম।

থাইল্যান্ড: অসাধারণ স্বাদের হরেক কিসিমের খাবার আর স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনায় প্রাণ জুড়িয়ে যায় পর্যটকদের। শুধু তাই নয়, যারা দেদার শপিং করতে ভালবাসেন, তাদের জন্য থাইল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন। ফ্লাইট ও ভিসার খরচও বেশ কম।

4 / 7
নেপাল:  বেশি দূরে যেতে পছন্দ নয়! তাহলে দেশের পাশেই রয়েছে অসাধারণ একটি জায়গা। শপিং, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, পর্বতারোহনের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ যদি নিতে চান তাহলে নেপাল হল আপনার জন্য সেরা ঠিকানা। এছাড়া নেপালে প্রবেশের জন্য ভারতীয়দের পাসপোর্টের বালাইও নেই। তাই সস্তায় দেদার বিলেত ভ্রমণের সঠিক ঠিকানার নামই হল নেপাল।

নেপাল: বেশি দূরে যেতে পছন্দ নয়! তাহলে দেশের পাশেই রয়েছে অসাধারণ একটি জায়গা। শপিং, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, পর্বতারোহনের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ যদি নিতে চান তাহলে নেপাল হল আপনার জন্য সেরা ঠিকানা। এছাড়া নেপালে প্রবেশের জন্য ভারতীয়দের পাসপোর্টের বালাইও নেই। তাই সস্তায় দেদার বিলেত ভ্রমণের সঠিক ঠিকানার নামই হল নেপাল।

5 / 7
সিঙ্গাপুর:  সীমিত ছুটি ও কম বাজেটের মধ্যে যদি বিদেশের মাটি ছুঁয়ে আসতে চান তাহলে লিস্টে রাখুন সিঙ্গাপুরের নাম। এশিয়ান ও ইউরোপিয়ান অনুপ্রেরণায় সিঙ্গাপুরে আপনি শপিং যেমন করবেন, তেমনি সবুজে ঘেরা মন্দিরের উপস্থিতি ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

সিঙ্গাপুর: সীমিত ছুটি ও কম বাজেটের মধ্যে যদি বিদেশের মাটি ছুঁয়ে আসতে চান তাহলে লিস্টে রাখুন সিঙ্গাপুরের নাম। এশিয়ান ও ইউরোপিয়ান অনুপ্রেরণায় সিঙ্গাপুরে আপনি শপিং যেমন করবেন, তেমনি সবুজে ঘেরা মন্দিরের উপস্থিতি ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

6 / 7
ভিয়েতনাম: ফরাসি ও আমেরিকান কালচারালের মিশেলে ভ্রমণ হবে একেবারে অন্যরকম। এক সপ্তাহের উইকেন্ড ট্রিপের জন্য সেরা ডেস্টিনেশন হল ভিয়েতনাম। রয়েছে প্রচুর হেরিটেজ সাইট ও প্রাকৃতিক দৃশ্য। আর খরচও খুব বেশি নয়। কম বাজেটের মধ্যেও ঘুরে আসতে পারবেন এই সুন্দর জায়গা থেকে।

ভিয়েতনাম: ফরাসি ও আমেরিকান কালচারালের মিশেলে ভ্রমণ হবে একেবারে অন্যরকম। এক সপ্তাহের উইকেন্ড ট্রিপের জন্য সেরা ডেস্টিনেশন হল ভিয়েতনাম। রয়েছে প্রচুর হেরিটেজ সাইট ও প্রাকৃতিক দৃশ্য। আর খরচও খুব বেশি নয়। কম বাজেটের মধ্যেও ঘুরে আসতে পারবেন এই সুন্দর জায়গা থেকে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla