AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Winter Tips: শীতের স্টাইলিং-এ কীভাবে যোগ করবেন মাফলার? জেনে নিন

Winter Fashion Tips: মাফলার কিন্তু সর্দি, কাশির হাত থেকে আপনাকে রক্ষা করে। তাই শীতকালে মাফলারকে নিত্যসঙ্গী করুন।

| Edited By: | Updated on: Jan 06, 2023 | 9:45 AM
Share
 নতুন বছর আসতেই জাঁকিয়ে পড়েছে শীত। আর ঠান্ডায় কিন্তু আরাম ও স্বাস্থের সঙ্গে নো কম্প্রোমাইজ। এই ঠান্ডায় মাফলার দিয়ে কান ও গলা ঢাকা আবশ্যক। কী ভাবছেন কান,গলা ঢাকলে ফ্যাশান স্টেটমেন্ট নষ্ট হয়ে যাবে? একেবারেই নয়। তার জন্য রইল কিছু টিপস...

নতুন বছর আসতেই জাঁকিয়ে পড়েছে শীত। আর ঠান্ডায় কিন্তু আরাম ও স্বাস্থের সঙ্গে নো কম্প্রোমাইজ। এই ঠান্ডায় মাফলার দিয়ে কান ও গলা ঢাকা আবশ্যক। কী ভাবছেন কান,গলা ঢাকলে ফ্যাশান স্টেটমেন্ট নষ্ট হয়ে যাবে? একেবারেই নয়। তার জন্য রইল কিছু টিপস...

1 / 6
ইদানিং সুন্দর উলের তৈরি মাফলার কিন্তু ফ্যাশানে খুব ইন। ওয়েস্টার্ন জামাকাপড়ের সঙ্গে গলায় একটা মাফলারকে ঝুলিয়ে রাখুন। বেশ ক্যাজুয়াল একটা লুক তৈরি হবে কিন্তু।

ইদানিং সুন্দর উলের তৈরি মাফলার কিন্তু ফ্যাশানে খুব ইন। ওয়েস্টার্ন জামাকাপড়ের সঙ্গে গলায় একটা মাফলারকে ঝুলিয়ে রাখুন। বেশ ক্যাজুয়াল একটা লুক তৈরি হবে কিন্তু।

2 / 6
চাইলে মাফলারকে দু'ভাজে গলায় জড়িয়ে রাখুন। ঠান্ডায় আরামও পাবেন আর ফ্যাশানও বজায় থাকবে। সেই সঙ্গে মাথায় টুপিও পরতেই পারেন, অসুবিধা নেই।

চাইলে মাফলারকে দু'ভাজে গলায় জড়িয়ে রাখুন। ঠান্ডায় আরামও পাবেন আর ফ্যাশানও বজায় থাকবে। সেই সঙ্গে মাথায় টুপিও পরতেই পারেন, অসুবিধা নেই।

3 / 6
মাফলার বা স্কার্ফকে দু'প্যাচ দিয়ে, একদিক থেকে অন্য প্রান্তকে বেড় করে দিন। তৈরি আপনার 'প্যারিসিয়ান নট।' যে কোনও ওয়েস্টার্ন লুকের সঙ্গে এটি দুর্দান্ত দেখায়।

মাফলার বা স্কার্ফকে দু'প্যাচ দিয়ে, একদিক থেকে অন্য প্রান্তকে বেড় করে দিন। তৈরি আপনার 'প্যারিসিয়ান নট।' যে কোনও ওয়েস্টার্ন লুকের সঙ্গে এটি দুর্দান্ত দেখায়।

4 / 6
উলের যে কোনও হালকা রঙের মাফলার বা স্কার্ফকে তিন ভাজ করে গলায় পেঁচিয়ে রাখুন। ঠান্ডার হাত থেকেও বাঁচবেন আর স্টাইলও বজায় থাকবে।

উলের যে কোনও হালকা রঙের মাফলার বা স্কার্ফকে তিন ভাজ করে গলায় পেঁচিয়ে রাখুন। ঠান্ডার হাত থেকেও বাঁচবেন আর স্টাইলও বজায় থাকবে।

5 / 6
যদি ভাবেন টুপি সঙ্গে মাফলার নেওয়া যাবে না তবে আপনি ভুল ভাবছেন। এক বার টুপির সঙ্গে গলায় একটা মাফলার পরে দেখুন কেমন স্মার্ট দেখায়।

যদি ভাবেন টুপি সঙ্গে মাফলার নেওয়া যাবে না তবে আপনি ভুল ভাবছেন। এক বার টুপির সঙ্গে গলায় একটা মাফলার পরে দেখুন কেমন স্মার্ট দেখায়।

6 / 6