নতুন বছর আসতেই জাঁকিয়ে পড়েছে শীত। আর ঠান্ডায় কিন্তু আরাম ও স্বাস্থের সঙ্গে নো কম্প্রোমাইজ। এই ঠান্ডায় মাফলার দিয়ে কান ও গলা ঢাকা আবশ্যক। কী ভাবছেন কান,গলা ঢাকলে ফ্যাশান স্টেটমেন্ট নষ্ট হয়ে যাবে? একেবারেই নয়। তার জন্য রইল কিছু টিপস...
1 / 6
ইদানিং সুন্দর উলের তৈরি মাফলার কিন্তু ফ্যাশানে খুব ইন। ওয়েস্টার্ন জামাকাপড়ের সঙ্গে গলায় একটা মাফলারকে ঝুলিয়ে রাখুন। বেশ ক্যাজুয়াল একটা লুক তৈরি হবে কিন্তু।
2 / 6
চাইলে মাফলারকে দু'ভাজে গলায় জড়িয়ে রাখুন। ঠান্ডায় আরামও পাবেন আর ফ্যাশানও বজায় থাকবে। সেই সঙ্গে মাথায় টুপিও পরতেই পারেন, অসুবিধা নেই।
3 / 6
মাফলার বা স্কার্ফকে দু'প্যাচ দিয়ে, একদিক থেকে অন্য প্রান্তকে বেড় করে দিন। তৈরি আপনার 'প্যারিসিয়ান নট।' যে কোনও ওয়েস্টার্ন লুকের সঙ্গে এটি দুর্দান্ত দেখায়।
4 / 6
উলের যে কোনও হালকা রঙের মাফলার বা স্কার্ফকে তিন ভাজ করে গলায় পেঁচিয়ে রাখুন। ঠান্ডার হাত থেকেও বাঁচবেন আর স্টাইলও বজায় থাকবে।
5 / 6
যদি ভাবেন টুপি সঙ্গে মাফলার নেওয়া যাবে না তবে আপনি ভুল ভাবছেন। এক বার টুপির সঙ্গে গলায় একটা মাফলার পরে দেখুন কেমন স্মার্ট দেখায়।