Happy Birthday Sourav Ganguly: সৌরভের এই মহারাজকীয় রেকর্ডগুলির ব্যাপারে জানা আছে আপনার?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 08, 2022 | 7:30 AM

বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল ক্রিকেটারের মধ্যে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সৌরভ গড়েছেন একাধিক রেকর্ড। ক্রিকেট থেকে অবসর নিয়ে বর্তমানে সাফল্যের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ। মহারাজের ৫০তম জন্মদিনে এক নজরে দেখে নিন তাঁর ক্রিকেট কেরিয়ারের সেরা ৫ রেকর্ড...

1 / 5
ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড - ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে সৌরভের ঝুলিতে। ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন ১৮৩ রানের ঐতিহাসিক ইনিংস। তাঁর সেই ইনিংসে সাজানো ১৭টি চার ও ৭টি ছয় দিয়ে। (ছবি-টুইটার)

ভারতীয় হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড - ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে সৌরভের ঝুলিতে। ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলেছিলেন ১৮৩ রানের ঐতিহাসিক ইনিংস। তাঁর সেই ইনিংসে সাজানো ১৭টি চার ও ৭টি ছয় দিয়ে। (ছবি-টুইটার)

2 / 5
পাকিস্তানের বিরুদ্ধে একটানা ম্যান অফ দ্য ম্যাচ - সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি পরপর চারটি ম্যাচে এক টানা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে সেই রেকর্ড গড়েছিলেন মহারাজ। আজও এই নজির অটুট রয়েছে। (ছবি-টুইটার)

পাকিস্তানের বিরুদ্ধে একটানা ম্যান অফ দ্য ম্যাচ - সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি পরপর চারটি ম্যাচে এক টানা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে সেই রেকর্ড গড়েছিলেন মহারাজ। আজও এই নজির অটুট রয়েছে। (ছবি-টুইটার)

3 / 5
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান - আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপ বলা হয়। আর সেই মিনি বিশ্বকাপেও রেকর্ড রয়েছে দাদার। সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি শতরান করেছিলেন। ২০০২ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। (ছবি-টুইটার)

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান - আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপ বলা হয়। আর সেই মিনি বিশ্বকাপেও রেকর্ড রয়েছে দাদার। সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি শতরান করেছিলেন। ২০০২ সালে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। (ছবি-টুইটার)

4 / 5
আইসিসির নকআউট পর্বে সেঞ্চুরি - সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ভারতীয় ব্যাটার যিনি আইসিসির নকআউট পর্বে অর্থাৎ ফাইনাল এবং সেমিফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এই রেকর্ড এখনও ক্রিকেটের ইতিহাসে অক্ষত রয়েছে। (ছবি-টুইটার)

আইসিসির নকআউট পর্বে সেঞ্চুরি - সৌরভ গঙ্গোপাধ্যায় একমাত্র ভারতীয় ব্যাটার যিনি আইসিসির নকআউট পর্বে অর্থাৎ ফাইনাল এবং সেমিফাইনালে সেঞ্চুরি করেছিলেন। এই রেকর্ড এখনও ক্রিকেটের ইতিহাসে অক্ষত রয়েছে। (ছবি-টুইটার)

5 / 5
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রান - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডটিও রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামের পাশে। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ১১৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন মহারাজ। (ছবি-টুইটার)

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রান - আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডটিও রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামের পাশে। ২০০০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ১১৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন মহারাজ। (ছবি-টুইটার)

Next Photo Gallery