CAB Election: সিএবির নতুন সভাপতি সৌরভের দাদা স্নেহাশিস
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 24, 2022 | 8:00 AM
রবিবার ছিল টি২০ বিশ্বকাপের মঞ্চে ছিল ভারত-পাক মহারণ। জমজমাট মেলবোর্নে সেই ম্যাচে জেতে ভারত। অন্যদিকে বাংলা ক্রিকেট সংস্থার মূল দায়িত্বে কে আসবেন, দিনভর তা নিয়ে চলে নাটক। শেষ অবধি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে না হলেও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হলেন সিএবির নতুন প্রেসিডেন্ট।
1 / 5
রবিবার ছিল টি২০ বিশ্বকাপের মঞ্চে ছিল ভারত-পাক মহারণ। জমজমাট মেলবোর্নে সেই ম্যাচে জেতে ভারত। অন্যদিকে বাংলা ক্রিকেট সংস্থার মূল দায়িত্বে কে আসবেন, দিনভর তা নিয়ে চলে নাটক। শেষ অবধি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজে না হলেও তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) হলেন সিএবির (CAB) নতুন প্রেসিডেন্ট। (নিজস্ব চিত্র)
2 / 5
সৌরভ আগেই জানিয়েছিলেন, তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। তবে শেষ অবধি মনোনয়নই দিলেন না। তাই তিনি নয়, তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হলেন সিএবির নতুন কমিটির প্রেসিডেন্ট। (নিজস্ব চিত্র)
3 / 5
সিএবির ভাইস প্রেসিডেন্ট হলেন অমলেন্দু বিশ্বাস। অমলেন্দু এসএফআই নেতা ময়ূখ বিশ্বাসের বাবা। তাই অমলেন্দুকে ভাইস প্রেসিডেন্ট করা নিয়ে অনেকেই বিরোধিতা করেছিলেন। সে সব টপকে তিনিই সিএবির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। (নিজস্ব চিত্র)
4 / 5
সচিব পদে নরেশ ওঝা, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তী এবং গত বারের মতোই এ বারও যুগ্মসচিব হলেন দেবব্রত দাস। (নিজস্ব চিত্র)
5 / 5
মনোনয়ন জমা না দিয়েও একদিকে সিএবির নির্বাচনে জয় হল মহারাজেরই। এই চালে তিনি আগামী দিনে বোর্ডে ফেরার রাস্তাটাও খোলা রাখলেন। (নিজস্ব চিত্র)