Premier League: সাউদাম্পটনের মাঠে ড্রয়ে পয়েন্ট নষ্ট ম্যাঞ্চেস্টার সিটির
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে সাউদাম্পটনের (Southampton) ঘরের মাঠে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ঘরের মাঠে মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সিটি। পয়েন্ট নষ্ট হলেও, ইপিএলের লিগ টেবলের শীর্ষেই রয়েছে গুয়ার্দিওলার দল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট কেভিন ডি ব্রুইনদের। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের তাদের থেকে ১২ পয়েন্ট কম রয়েছে।
Most Read Stories