ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন জোসে গায়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)
২৫ মিনিটে ব্যবধান বাড়ান কার্লোস সোলের। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)
৪১ মিনিটে জর্জিয়ার বিরুদ্ধে ৩-০ করেন ফেরেন তোরেস। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)
দ্বিতীয়ার্ধে স্পেনের চতুর্থ গোলটি করেন পাবলো সারাবিয়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)
ম্যাচের ১৫ মিনিটে জার্মানির হয়ে জোড়া গোল করেন সার্জ গেন্যাব্রি। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)
৩৫ মিনিটে টিমো ভের্নারের পাস থেকে ব্যবধান বাড়ান মার্কো রয়েস। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)
ম্যাচের বাকি তিনটি গোল করেছেন টিমো ওয়ার্নার (৪৪ মিনিট), জোনাস হফম্যান (৫২ মিনিট) ও করিম আদেয়ামি (৯১ মিনিট)।