World Cup Qualifiers: আর্মেনিয়াকে ৬ গোলের মালা পরাল জার্মানি, দুরন্ত জয় স্পেনের
ইউরোপের বিশ্বকাপের বাছাই পর্বে (World Cup Qualifiers) রবিবার দুরন্ত জয় পেয়েছে জার্মানি (Germany) ও স্পেন (Spain)। একদিকে গ্রুপ বি-র ম্যাচে জর্জিয়াকে (Georgia) ৪-০ ব্যবধানে হারিয়েছে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে গ্রুপ জে-এর ম্যাচে আর্মেনিয়াকে (Armenia) ৬ গোলের মালা পরিয়েছে জার্মানি।