World Cup Qualifiers: আর্মেনিয়াকে ৬ গোলের মালা পরাল জার্মানি, দুরন্ত জয় স্পেনের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 06, 2021 | 5:31 PM

ইউরোপের বিশ্বকাপের বাছাই পর্বে (World Cup Qualifiers) রবিবার দুরন্ত জয় পেয়েছে জার্মানি (Germany) ও স্পেন (Spain)। একদিকে গ্রুপ বি-র ম্যাচে জর্জিয়াকে (Georgia) ৪-০ ব্যবধানে হারিয়েছে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে গ্রুপ জে-এর ম্যাচে আর্মেনিয়াকে (Armenia) ৬ গোলের মালা পরিয়েছে জার্মানি।

1 / 7
ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন জোসে গায়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলটি করেন জোসে গায়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

2 / 7
২৫ মিনিটে ব্যবধান বাড়ান কার্লোস সোলের। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

২৫ মিনিটে ব্যবধান বাড়ান কার্লোস সোলের। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

3 / 7
৪১ মিনিটে জর্জিয়ার বিরুদ্ধে ৩-০ করেন ফেরেন তোরেস। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

৪১ মিনিটে জর্জিয়ার বিরুদ্ধে ৩-০ করেন ফেরেন তোরেস। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

4 / 7
দ্বিতীয়ার্ধে স্পেনের চতুর্থ গোলটি করেন পাবলো সারাবিয়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

দ্বিতীয়ার্ধে স্পেনের চতুর্থ গোলটি করেন পাবলো সারাবিয়া। (সৌজন্যে-স্পেন ফুটবল টুইটার)

5 / 7
ম্যাচের ১৫ মিনিটে জার্মানির হয়ে জোড়া গোল করেন সার্জ গেন্যাব্রি। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)

ম্যাচের ১৫ মিনিটে জার্মানির হয়ে জোড়া গোল করেন সার্জ গেন্যাব্রি। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)

6 / 7
৩৫ মিনিটে টিমো ভের্নারের পাস থেকে ব্যবধান বাড়ান মার্কো রয়েস। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)

৩৫ মিনিটে টিমো ভের্নারের পাস থেকে ব্যবধান বাড়ান মার্কো রয়েস। (সৌজন্যে-জার্মানি ফুটবল টুইটার)

7 / 7
ম্যাচের বাকি তিনটি গোল করেছেন টিমো ওয়ার্নার (৪৪ মিনিট), জোনাস হফম্যান (৫২ মিনিট) ও করিম আদেয়ামি (৯১ মিনিট)।

ম্যাচের বাকি তিনটি গোল করেছেন টিমো ওয়ার্নার (৪৪ মিনিট), জোনাস হফম্যান (৫২ মিনিট) ও করিম আদেয়ামি (৯১ মিনিট)।

Next Photo Gallery