Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Kumbh 2025: মহাকুম্ভের শেষ দিনে বিশেষ যোগ! মিলবে শিব-পার্বতী, ঘটবে বিরল ঘটনা! এদিন এই কাজ করলেই চিরতরে আপন হবে মনের মানুষ

Maha Kumbh 2025: সঙ্গম নগরী প্রয়াগরাজে চলছে মহাকুম্ভমেলা। আগামী ২৬শে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ। এখনও পর্যন্ত তিনটি অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভে। আবার ওই দিন পড়েছে মহাশিবরাত্রি।

| Updated on: Feb 24, 2025 | 5:50 PM
সঙ্গম নগরী প্রয়াগরাজে চলছে মহাকুম্ভমেলা। আগামী ২৬শে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ। এখনও পর্যন্ত তিনটি অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভে। বাকি রয়েছে দুটি রাজকীয় স্নান। আগামী মাঘ পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি) এবং মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠীত হবে সেই রাজকীয় স্নান।

সঙ্গম নগরী প্রয়াগরাজে চলছে মহাকুম্ভমেলা। আগামী ২৬শে ফেব্রুয়ারি শেষ হবে মহাকুম্ভ। এখনও পর্যন্ত তিনটি অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভে। বাকি রয়েছে দুটি রাজকীয় স্নান। আগামী মাঘ পূর্ণিমা (১২ ফেব্রুয়ারি) এবং মহাশিবরাত্রি (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠীত হবে সেই রাজকীয় স্নান।

1 / 8
আবার আগামী ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম মতে দিনটিকে বিশেষ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রি হল সেই দিন যখন স্বয়ং শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। নিজের সংসার ধর্ম শুরু করেন মহাদেব। মনে করা হয় এই দিন সঠিক নিয়ম মেনে এই নিয়ম পালন করলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়।

আবার আগামী ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি। হিন্দু ধর্ম মতে দিনটিকে বিশেষ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রি হল সেই দিন যখন স্বয়ং শিব-পার্বতীর বিবাহ হয়েছিল। নিজের সংসার ধর্ম শুরু করেন মহাদেব। মনে করা হয় এই দিন সঠিক নিয়ম মেনে এই নিয়ম পালন করলে মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়।

2 / 8
শিবরাত্রির দিন উপোস করে আরাধনা করা হয় শিবের। মনে করা হয় এই ব্রত পালন করলে বিশেষ উপকার পাওয়া যায়।  এই বছর যে বিশেষ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে তার যোগ তৈরি হয়েছে ১৪৪ বছর পরে। আবার ১৪৪ বছর পরেই আয়োজন করা হবে মহাকুম্ভের।

শিবরাত্রির দিন উপোস করে আরাধনা করা হয় শিবের। মনে করা হয় এই ব্রত পালন করলে বিশেষ উপকার পাওয়া যায়। এই বছর যে বিশেষ মহাকুম্ভের আয়োজন করা হয়েছে তার যোগ তৈরি হয়েছে ১৪৪ বছর পরে। আবার ১৪৪ বছর পরেই আয়োজন করা হবে মহাকুম্ভের।

3 / 8
জ্যোতিষবিদরা বলছেন মহাকুম্ভের শেষ দিন এবং মহাশিবরাত্রি একই দিনে পড়েছে। সেই দিনেই তৈরি হচ্ছে বিশেষ বিরল যোগ। যা এই দিনের গুরুত্ব কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানেন ফেব্রুয়ারি কী ঘটতে চলেছে প্রয়াগরাজে?

জ্যোতিষবিদরা বলছেন মহাকুম্ভের শেষ দিন এবং মহাশিবরাত্রি একই দিনে পড়েছে। সেই দিনেই তৈরি হচ্ছে বিশেষ বিরল যোগ। যা এই দিনের গুরুত্ব কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জানেন ফেব্রুয়ারি কী ঘটতে চলেছে প্রয়াগরাজে?

4 / 8
এই বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ফাল্গুন মহানে  শুরু হবে ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১:০৮ মিনিটে। তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিটে। ২৬শে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। ওই দিনেই উপোস করে ব্রত পালন করতে হবে। প্রয়াগরাজের একই দিনে অনুষ্ঠিত হবে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান। যার ফলে সেন এক দৈবিক মিল তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

এই বছর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ফাল্গুন মহানে শুরু হবে ২৬শে ফেব্রুয়ারি সকাল ১১:০৮ মিনিটে। তা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮:৫৪ মিনিটে। ২৬শে ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। ওই দিনেই উপোস করে ব্রত পালন করতে হবে। প্রয়াগরাজের একই দিনে অনুষ্ঠিত হবে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নান। যার ফলে সেন এক দৈবিক মিল তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

5 / 8
মহাশিবরাত্রিতে কী ভাবে ব্রত পালন করবেন জানেন?  এই দিন, ব্রহ্ম মুহুর্তে নদীতে গিয়ে স্নান করা উচিত। যদি তা করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে স্নান করা উচিত। তারপর শিবরাত্রির উপোস করে ব্রত পালন করুন।

মহাশিবরাত্রিতে কী ভাবে ব্রত পালন করবেন জানেন? এই দিন, ব্রহ্ম মুহুর্তে নদীতে গিয়ে স্নান করা উচিত। যদি তা করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে স্নান করা উচিত। তারপর শিবরাত্রির উপোস করে ব্রত পালন করুন।

6 / 8
এর পরে, বালি বা কাদামাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে নিন। সেই শিবলিঙ্গে গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। নিবেদন করতে হবে পঞ্চামৃত। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল উৎসর্গ করা উচিত। জাফরান ক্ষীর নিবেদন করতে পারেন, মনে করা এতে খুশিহ্ন তাঁরা।

এর পরে, বালি বা কাদামাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে নিন। সেই শিবলিঙ্গে গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হবে। নিবেদন করতে হবে পঞ্চামৃত। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল উৎসর্গ করা উচিত। জাফরান ক্ষীর নিবেদন করতে পারেন, মনে করা এতে খুশিহ্ন তাঁরা।

7 / 8
রাতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। পুজোর সময়, "ওম ত্র্যম্বকম যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকামীব বন্ধনন মৃত্যুোর্মুখায় মামৃতাত" মন্ত্রটি জপ করুন। এই দিনে গরীব কেউ এলে তাঁকে ফেরাবেন না। চাল, দুধ, দই, ঘি, চিনি ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়।

রাতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। পুজোর সময়, "ওম ত্র্যম্বকম যজমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। উর্বারুকামীব বন্ধনন মৃত্যুোর্মুখায় মামৃতাত" মন্ত্রটি জপ করুন। এই দিনে গরীব কেউ এলে তাঁকে ফেরাবেন না। চাল, দুধ, দই, ঘি, চিনি ইত্যাদি দান করা শুভ বলে মনে করা হয়।

8 / 8
Follow Us: