AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ants Spiritual: ঘরে কি সারি সারি কালো পিঁপড়ে? আপনার জীবনের সঙ্গে কী কী হতে চলেছে, দেখুন

Ants in House: শীত আসার আগে ঘরে খাদ্য সঞ্চয় করে রাখা পিঁপড়েদের স্বাভাবিক ধর্ম। কিন্তু বর্ষাকালে পিঁপড়েদের উপদ্রব যেন একটু বেশিই বেড়ে যায়।

| Edited By: | Updated on: Aug 21, 2022 | 6:10 PM
Share
শীত আসার আগে ঘরে খাদ্য সঞ্চয় করে রাখা পিঁপড়েদের স্বাভাবিক ধর্ম। কিন্তু বর্ষাকালে পিঁপড়েদের উপদ্রব যেন একটু বেশিই বেড়ে যায়। বাড়িতে বেশি পিঁপড়ে দেখা দিলে সেগুলি আগে তাড়ানোর চেষ্টা করা হয়।

শীত আসার আগে ঘরে খাদ্য সঞ্চয় করে রাখা পিঁপড়েদের স্বাভাবিক ধর্ম। কিন্তু বর্ষাকালে পিঁপড়েদের উপদ্রব যেন একটু বেশিই বেড়ে যায়। বাড়িতে বেশি পিঁপড়ে দেখা দিলে সেগুলি আগে তাড়ানোর চেষ্টা করা হয়।

1 / 10
পিঁপড়ের মত ক্ষুদ্র প্রাণীগুলি সব পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে পারদর্শী। প্রাথমিকভাবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি দেখাযায়। শীতকালে খুবই কম দেখা যায়। এছাড়া বর্ষাকালেও পিঁপড়েদের উপদ্রব খুব কম থাকে না।

পিঁপড়ের মত ক্ষুদ্র প্রাণীগুলি সব পরিবেশের সঙ্গেই মানিয়ে নিতে পারদর্শী। প্রাথমিকভাবে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি দেখাযায়। শীতকালে খুবই কম দেখা যায়। এছাড়া বর্ষাকালেও পিঁপড়েদের উপদ্রব খুব কম থাকে না।

2 / 10
পিঁপড়েরা খুবই পরিশ্রমী হয়। পুরো গ্রীষ্মকালটা খাদ্যের খোঁজে সারাক্ষণ ব্যস্ত থাতে। তারপর সেই খাদ্যগুলি শীতকালে কাজে লাগায়। কঠোর পরিশ্রমের ফল।

পিঁপড়েরা খুবই পরিশ্রমী হয়। পুরো গ্রীষ্মকালটা খাদ্যের খোঁজে সারাক্ষণ ব্যস্ত থাতে। তারপর সেই খাদ্যগুলি শীতকালে কাজে লাগায়। কঠোর পরিশ্রমের ফল।

3 / 10
জ্যোতিষ বা বাস্তুমত, সব পিঁপড়ে শুভ নয়। আবার সব ধরনের পিঁপড়ে অশুভও নয়। কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে কালো পিঁপড়ে ঘোরাফেরা করলে বুঝবেন আপনার সম্পদ বৃদ্ধি হঠাত করে হয়ে গিয়েছে।

জ্যোতিষ বা বাস্তুমত, সব পিঁপড়ে শুভ নয়। আবার সব ধরনের পিঁপড়ে অশুভও নয়। কালো পিঁপড়েকে শুভ বলে মনে করা হয়। তাই বাড়িতে কালো পিঁপড়ে ঘোরাফেরা করলে বুঝবেন আপনার সম্পদ বৃদ্ধি হঠাত করে হয়ে গিয়েছে।

4 / 10
কালো হলেই শুধু হবে না, ছোট না বড়, তাও দেখা দরকার। ছোট বা বড় কালো পিঁপড়ে সারি সারি ঘরের মধ্যে ঘোরাফেরা করে মানে প্রতিপত্তি বৃদ্ধি হয়। কিন্তু ছোট লাল পিঁপড়ে দেখা দিলে তা হঠাত করে সম্পদহানি হওয়ার আশঙ্কা থাকে।

কালো হলেই শুধু হবে না, ছোট না বড়, তাও দেখা দরকার। ছোট বা বড় কালো পিঁপড়ে সারি সারি ঘরের মধ্যে ঘোরাফেরা করে মানে প্রতিপত্তি বৃদ্ধি হয়। কিন্তু ছোট লাল পিঁপড়ে দেখা দিলে তা হঠাত করে সম্পদহানি হওয়ার আশঙ্কা থাকে।

5 / 10
ছোট বা বড়, রঙের দিকেও পিঁপড়েদের ভাগ করা হয়। কালো রঙের হলে তা শুভ বলে মনে করা হয়। তারে আগমনে গৃহে ধন-সম্পদ বৃদ্ধি পায়।

ছোট বা বড়, রঙের দিকেও পিঁপড়েদের ভাগ করা হয়। কালো রঙের হলে তা শুভ বলে মনে করা হয়। তারে আগমনে গৃহে ধন-সম্পদ বৃদ্ধি পায়।

6 / 10
পিঁপড়ে যদি কামড়ে দেয়, তাহলে তা ভয় পাওয়া উচিত নয়। মনে করা হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা খারাপ আচরণ সম্পন্ন ব্যক্তিকেই কামড়ায় বলে মনে করা হয়।

পিঁপড়ে যদি কামড়ে দেয়, তাহলে তা ভয় পাওয়া উচিত নয়। মনে করা হয়, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা খারাপ আচরণ সম্পন্ন ব্যক্তিকেই কামড়ায় বলে মনে করা হয়।

7 / 10
একটা কুসংস্কার আছে, পিঁপড়ের বাসা কখনও ভেঙে ফেলা উচিত নয়।কিন্তু সমস্ত তেমন যদি উপদ্রব বেড়ে যায়, তাহলে গমের আটা বাসার উপর ফেলে তাদের খাওয়ান।

একটা কুসংস্কার আছে, পিঁপড়ের বাসা কখনও ভেঙে ফেলা উচিত নয়।কিন্তু সমস্ত তেমন যদি উপদ্রব বেড়ে যায়, তাহলে গমের আটা বাসার উপর ফেলে তাদের খাওয়ান।

8 / 10
বাড়ির দোরগোড়ায় থাকা পিঁপড়েদের শুভ  ও ভাল বলে মনে করা হয়। তাদের কখনও ক্ষতি করবেন না। কখনও হত্যা করার চেষ্টা পর্যন্ত করবেন না। এমনটা না করলে সৌভাগ্যের প্রভাব পড়বে না গৃহে। সৌভাগ্যের ছায়া যখন উঠে যাবে তখন আপনা আপনিই ওই পিঁপড়েরা চলে যাবে।

বাড়ির দোরগোড়ায় থাকা পিঁপড়েদের শুভ ও ভাল বলে মনে করা হয়। তাদের কখনও ক্ষতি করবেন না। কখনও হত্যা করার চেষ্টা পর্যন্ত করবেন না। এমনটা না করলে সৌভাগ্যের প্রভাব পড়বে না গৃহে। সৌভাগ্যের ছায়া যখন উঠে যাবে তখন আপনা আপনিই ওই পিঁপড়েরা চলে যাবে।

9 / 10
কথিত আছে, যে ঘরে এই পিঁপড়ের উপস্থিতি রয়েছে,  সেখানে সব পজিটিভ প্রভাব বজায় থাকে। নিরীহ পিঁপড়েদের উপর কখনও বিষ স্প্রে করার দরকার নেই। কারণ তারা কেবল কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে।

কথিত আছে, যে ঘরে এই পিঁপড়ের উপস্থিতি রয়েছে, সেখানে সব পজিটিভ প্রভাব বজায় থাকে। নিরীহ পিঁপড়েদের উপর কখনও বিষ স্প্রে করার দরকার নেই। কারণ তারা কেবল কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে।

10 / 10