IPL 2024: ধোনি-পীযুষ-সহ যে ৬ ক্রিকেটার আইপিএলের পর অবসর নিতে পারেন
IPL: থামার একটা সময় থাকে। যে যতই বলুক না কেন। কোনও ক্রিকেটার বরাবর খেলা চালিয়ে যাবেন তেমনটা হয় না। কোনও সময় পারফরম্যান্সের কারণে কোনও ক্রিকেটার অবসর নেন। আবার কখনও বা শরীর দেয় না। বয়সও মাঝে মাঝে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। গত ২ বারের আইপিএলের সময় বার বার শোনা গিয়েছে, আইপিএল থেকে অবসর নেবেন ধোনি। কিন্তু কোথায় কী! দিব্বি ৪২এও আইপিএলে খেলার জন্য তৈরি তিনি। কিন্তু এর পরের বছর?
Most Read Stories