Indian cricketers Restaurants : শুধু ব্যাটে-বলে নয়, সুস্বাদু আহারে অনুরাগীদের মন ভরাচ্ছেন যে ক্রিকেটাররা

রেস্তরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। আমস্টরডামে খুলে ফেলেছেন এক ভারতীয় রেস্তরাঁ। ইউরোপে গেলেও ভারতীয় খাবারের অভাব হবে না।

| Edited By: | Updated on: Jun 25, 2023 | 10:00 AM
 উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবারের সম্ভার পাওয়া যাবে সুরেশ রায়নার রেস্তরাঁয়। ইনস্টাগ্রামে নতুন ইনিংসের ঘোষণা করে জানিয়েছেন রায়না। (ছবি:ইনস্টাগ্রাম)

উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবারের সম্ভার পাওয়া যাবে সুরেশ রায়নার রেস্তরাঁয়। ইনস্টাগ্রামে নতুন ইনিংসের ঘোষণা করে জানিয়েছেন রায়না। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
বিরাট কোহলির রেস্তরাঁ One8commune বর্তমানে ভীষণ জনপ্রিয়। মুম্বই, কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে ব্রাঞ্চ রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

বিরাট কোহলির রেস্তরাঁ One8commune বর্তমানে ভীষণ জনপ্রিয়। মুম্বই, কলকাতা-সহ বেশ কয়েকটি শহরে ব্রাঞ্চ রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
বিরাটের দিল্লির রেস্তরাঁর নাম NUEVA। দিল্লিতে থাকলে সস্ত্রীক নিজের রেস্তরাঁয় ঢুঁ মারেন বিরাট। (ছবি:ইনস্টাগ্রাম)

বিরাটের দিল্লির রেস্তরাঁর নাম NUEVA। দিল্লিতে থাকলে সস্ত্রীক নিজের রেস্তরাঁয় ঢুঁ মারেন বিরাট। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
রবীন্দ্র জাডেজার রেস্তরাঁ ব্যবসা বহু পুরনো। রাজকোটে তাঁর রেস্তরাঁর নাম 'জাড্ডুস ফুড ফিল্ড'। (ছবি:ইনস্টাগ্রাম)

রবীন্দ্র জাডেজার রেস্তরাঁ ব্যবসা বহু পুরনো। রাজকোটে তাঁর রেস্তরাঁর নাম 'জাড্ডুস ফুড ফিল্ড'। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
 ভারতীয় দলের ক্রিকেটারদের জমিয়ে ভুরিভোজ করতে দেখা গিয়েছে জাড্ডুস ফুড ফিল্ডে। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতীয় দলের ক্রিকেটারদের জমিয়ে ভুরিভোজ করতে দেখা গিয়েছে জাড্ডুস ফুড ফিল্ডে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
রেস্তরাঁ ব্যবসা রয়েছে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবেরও। পটনায় কপিলের রেস্তরাঁটির নাম 'Elevens'। ইন্ডিয়ান, প্যান এশিয়ান এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায় এখানে। (ছবি:ইনস্টাগ্রাম)

রেস্তরাঁ ব্যবসা রয়েছে তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবেরও। পটনায় কপিলের রেস্তরাঁটির নাম 'Elevens'। ইন্ডিয়ান, প্যান এশিয়ান এবং কন্টিনেন্টাল খাবার পাওয়া যায় এখানে। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ক্যাফে খুলে বসেছেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানাও। মহারাষ্ট্রের সাঙ্গলিতে তাঁর ক্যাফের নাম SM 18।  (ছবি:ইনস্টাগ্রাম)

ক্যাফে খুলে বসেছেন ভারতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধানাও। মহারাষ্ট্রের সাঙ্গলিতে তাঁর ক্যাফের নাম SM 18। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
পুনেতে রয়েছে প্রাক্তন ক্রিকেটার জাহির খানের ফাইন ডাইন রেস্তরাঁ। ২০০৫ সালে রেস্তরাঁটি তৈরি হয়। এখন এর সঙ্গে স্পোর্টস লাউঞ্জও রয়েছে।  (ছবি:ইনস্টাগ্রাম)

পুনেতে রয়েছে প্রাক্তন ক্রিকেটার জাহির খানের ফাইন ডাইন রেস্তরাঁ। ২০০৫ সালে রেস্তরাঁটি তৈরি হয়। এখন এর সঙ্গে স্পোর্টস লাউঞ্জও রয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: