Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Tour of Zimbabwe: জিম্বাবোয়ে সফরে হাফডজন নতুন মুখ, টি-২০ টিমে প্রথম ডাক পেয়েছেন যাঁরা…

IND vs ZIM: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিরাট কোহলি ও রোহিত শর্মা অবসর জানানোর পর এই প্রথম কোনও টি-২০ সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। সবে টি-২০ বিশ্বকাপ শেষ হয়েছে। এ বার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু।

| Updated on: Jul 03, 2024 | 3:02 PM
ভারতের জার্সিতে প্রথম বার খেলার অনুভূতি প্রত্যেক ক্রিকেটারের জন্যই স্মরণীয় হয়। টি-২০ বিশ্বকাপ শেষ। এ বার শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় টিম জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে।

ভারতের জার্সিতে প্রথম বার খেলার অনুভূতি প্রত্যেক ক্রিকেটারের জন্যই স্মরণীয় হয়। টি-২০ বিশ্বকাপ শেষ। এ বার শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় টিম জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে।

1 / 8
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। এ বার দেখার এই ফর্ম্যাটে ভারতের নতুন ওপেনিং জুটি কী হয়। আপাতত তার আগে এক ঝলকে দেখে নিন, প্রথম বার টি-২০ টিমে ডাক পেয়েছেন কারা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের একঝাঁক তরুণ ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন। এ বার দেখার এই ফর্ম্যাটে ভারতের নতুন ওপেনিং জুটি কী হয়। আপাতত তার আগে এক ঝলকে দেখে নিন, প্রথম বার টি-২০ টিমে ডাক পেয়েছেন কারা।

2 / 8
অভিষেক শর্মা এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রীতিমতো তান্ডব চালিয়েছিলেন। সেই তিনি এ বার জিম্বাবোয়েতে গিয়েছেন। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আইপিএলে ভালো খেলার পুরস্কারই বলা চলে।

অভিষেক শর্মা এ বারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রীতিমতো তান্ডব চালিয়েছিলেন। সেই তিনি এ বার জিম্বাবোয়েতে গিয়েছেন। এই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। আইপিএলে ভালো খেলার পুরস্কারই বলা চলে।

3 / 8
রিয়ান পরাগও ১৭তম আইপিএলে ভালো ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস দিয়েছেন অসমের এই ক্রিকেটার। তিনিও এই প্রথম বার ভারতীয় টি-২০ টিমে ডাক পেয়েছেন। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন।

রিয়ান পরাগও ১৭তম আইপিএলে ভালো ছন্দে ছিলেন। রাজস্থান রয়্যালসের জার্সিতে একাধিক ম্যাচ জেতানো ইনিংস দিয়েছেন অসমের এই ক্রিকেটার। তিনিও এই প্রথম বার ভারতীয় টি-২০ টিমে ডাক পেয়েছেন। ভারতের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন।

4 / 8
তুষার দেশপান্ডে ২০২৩ ও ২০২৪ সালে সিএসকে জার্সিতে নজর কেড়েছিলেন। ২৯ বছর বয়সী পেসার ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতেও ছন্দে ছিলেন। এই প্রথম বার তুষারও ভারতের টি-২০ টিমে ডাক পেয়েছেন।

তুষার দেশপান্ডে ২০২৩ ও ২০২৪ সালে সিএসকে জার্সিতে নজর কেড়েছিলেন। ২৯ বছর বয়সী পেসার ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতেও ছন্দে ছিলেন। এই প্রথম বার তুষারও ভারতের টি-২০ টিমে ডাক পেয়েছেন।

5 / 8
হর্ষিত রানারও এটাই প্রথম সিনিয়র টিমে ডাক পাওয়া। কেকেআরের পেসার গত ২টো আইপিএলে ভালো পারফর্ম করেছিলেন। এ বারের আইপিএলে তিনি ১৩ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। তিনি আপাতত জিম্বাবোয়ে সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন।

হর্ষিত রানারও এটাই প্রথম সিনিয়র টিমে ডাক পাওয়া। কেকেআরের পেসার গত ২টো আইপিএলে ভালো পারফর্ম করেছিলেন। এ বারের আইপিএলে তিনি ১৩ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছিলেন। তিনি আপাতত জিম্বাবোয়ে সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য দলে সুযোগ পেয়েছেন।

6 / 8
ধ্রুব জুরেলের এ বছর ভারতীয় টিমে অভিষেক হয়েছে। রাজস্থান রয়্যালসের এই উইকেটকিপার ব্যাটারের টেস্ট ডেবিউ হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি এই প্রথম ভারতের সিনিয়র টি-২০ টিমে ডাক পেয়েছেন।

ধ্রুব জুরেলের এ বছর ভারতীয় টিমে অভিষেক হয়েছে। রাজস্থান রয়্যালসের এই উইকেটকিপার ব্যাটারের টেস্ট ডেবিউ হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি এই প্রথম ভারতের সিনিয়র টি-২০ টিমে ডাক পেয়েছেন।

7 / 8
সাই সুদর্শন জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য ডাক পেয়েছেন। তাঁর গত বছর ওডিআইতে অভিষেক হয়েছিল। ওপেনারের জায়গায় অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের টেক্কা দিতে পারেন সাই।

সাই সুদর্শন জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ২টো ম্যাচের জন্য ডাক পেয়েছেন। তাঁর গত বছর ওডিআইতে অভিষেক হয়েছিল। ওপেনারের জায়গায় অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়দের টেক্কা দিতে পারেন সাই।

8 / 8
Follow Us: