Bengal Cricket : আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিপুর
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
May 03, 2023 | 9:26 PM
Local Cricket-Ashok Nagar : ন্য়াশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) এবং ক্রিকেট দর্পনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন হল আলিপুরদুয়ার জেলা সংস্থা।
1 / 6
ন্য়াশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) এবং ক্রিকেট দর্পনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতা। (ছবি: নিজস্ব)
2 / 6
আমন্ত্রণমূলক এই প্রতিযোগিতায় চ্য়াম্পিয়ন হল আলিপুরদুয়ার জেলা সংস্থা। ছ-দলের ক্রিকেট টুর্নামেন্ট। আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, পূর্ব মেদিনীপুর, এবং ঝাড়গ্রামের পাশাপাশি অংশ নেয় একটি সম্মিলিত দল। (ছবি: নিজস্ব)
3 / 6
পাঁচ জেলার প্লেয়ার মিলিয়ে সম্মিলিত দল গড়া হয়। টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো আলিপুরদুয়ার ও হলদিয়ায় অনুষ্ঠিত হয়। (ছবি: নিজস্ব)
4 / 6
তবে টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটি হল অশোকনগর ক্রিকেট মাঠে। সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট হলেও প্রচুর তরুণ প্রতিভাবান ক্রিকেটারদেরও দেখা যায় এই টুর্নামেন্টে। (ছবি: নিজস্ব)
5 / 6
টি-টোয়েন্টি ফরম্য়াটে এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় সম্মিলিত একাদশ এবং আলিপুরদুয়ার জেলা সংস্থা। সম্মিলিত একাদশ ১৮.৫ ওভারে ১০৯ রানেই অলআউট। আলিপুরদুয়ার জেলা সংস্থার দল ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। (ছবি: নিজস্ব)
6 / 6
চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আইপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য তথা বাংলা ক্রিকেট সংস্থার প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। (ছবি: নিজস্ব)
২ উইকেটের জয়ে চ্য়াম্পিয়ন আলিপুরদুয়ার জেলা সংস্থা। (ছবি: নিজস্ব)