Sania Mirza-Shoaib Malik: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ছেলে ইজহানের জন্য ফের কাছাকাছি সানিয়া-শোয়েব
Divorce rumours of Shoaib Malik-Sania Mirza: দেখতে দেখতে ২০২৩ সাল শেষ হওয়ার পথে। চলতি বছরে একাধিকবার ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু দুই দেশের এই দুই তারকা এক বারের জন্যও নিজের মুখে স্বীকার করেননি তাঁদের বিচ্ছেদের ব্যাপারে। তবে বছরের বেশিরভাগ সময় তাঁদের আলাদা আলাদাই দেখা গিয়েছে। কিন্তু তেইশের শেষে এ বার এক অন্য ছবি দেখা গেল।
Most Read Stories