AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan: ফ্যান ক্লাবের উদ্যোগে মোহনবাগান মাঠকর্মীদের জন্য ‘বড়-দিন’

Mohun Bagan Fan's Initiative: বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের এই উদ্য়োগে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। ছিলেন ফ্যান ক্লাবের আরও নানা সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।

| Updated on: Dec 18, 2024 | 10:50 AM
Share
বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন।

বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন।

1 / 8
বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের সঙ্গে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত।

বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের সঙ্গে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত।

2 / 8
ছিলেন বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের অনেক সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।

ছিলেন বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের অনেক সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।

3 / 8
সমর্থকদের কাছে ক্লাব শুধুই একটা তাঁবু নয়। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মন্দির-মসজিদ-গির্জার মতো পবিত্রস্থান।

সমর্থকদের কাছে ক্লাব শুধুই একটা তাঁবু নয়। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মন্দির-মসজিদ-গির্জার মতো পবিত্রস্থান।

4 / 8
আর ক্লাবের কর্তাদের মতোই গুরুত্বপূর্ণ যাঁরা এই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ মাঠকর্মী থেকে শুরু করে ক্লাবের অন্যান্য কর্মীরা।

আর ক্লাবের কর্তাদের মতোই গুরুত্বপূর্ণ যাঁরা এই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ মাঠকর্মী থেকে শুরু করে ক্লাবের অন্যান্য কর্মীরা।

5 / 8
ক্লাবের এই কর্মীরা বছরভর ক্লাবের দেখভাল করেন। সমর্থকদের পবিত্রস্থানকে সুন্দর করে রাখেন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের দৃষ্টিতে তাঁরাও সান্টাক্লজ।

ক্লাবের এই কর্মীরা বছরভর ক্লাবের দেখভাল করেন। সমর্থকদের পবিত্রস্থানকে সুন্দর করে রাখেন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের দৃষ্টিতে তাঁরাও সান্টাক্লজ।

6 / 8
ক্লাবের এই সান্টাক্লজদের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য। মোহনবাগান ক্লাবে এক অনুষ্ঠানে মোহনবাগানের মাঠকর্মী বা বলা ভালো অলঙ্কারদের নানা উপহার তুলে দেওয়া হয়।

ক্লাবের এই সান্টাক্লজদের মুখে হাসি ফোটানোই ছিল মূল লক্ষ্য। মোহনবাগান ক্লাবে এক অনুষ্ঠানে মোহনবাগানের মাঠকর্মী বা বলা ভালো অলঙ্কারদের নানা উপহার তুলে দেওয়া হয়।

7 / 8
সান্টাক্লজদের কাছে 'সান্টা' হয়ে উঠলেন সমর্থক তথা ফ্যান ক্লাবের সদস্যরা। আর তাঁদের সঙ্গ দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

সান্টাক্লজদের কাছে 'সান্টা' হয়ে উঠলেন সমর্থক তথা ফ্যান ক্লাবের সদস্যরা। আর তাঁদের সঙ্গ দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

8 / 8