Mohun Bagan: ফ্যান ক্লাবের উদ্যোগে মোহনবাগান মাঠকর্মীদের জন্য ‘বড়-দিন’
Mohun Bagan Fan's Initiative: বড় দিন আসতে এখনও সপ্তাহ খানেক বাকি। তার আগেই অবশ্য মোহনবাগান মাঠ কর্মীদের জন্য বড়-দিন। বারুইপুর মোহনবাগান ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। মোহনবাগান ক্লাবে তাদের এই উদ্য়োগে সামিল হলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। ছিলেন ফ্যান ক্লাবের আরও নানা সদস্য। এই উদ্যোগ বড়-দিনের আগেই মাঠ কর্মীদের মুখে হাসি ফোটাল।
Most Read Stories