Virat Kohli’s House: কোন-কোন শহরে বাড়ি আছে বিরাট কোহলির? কত তার দাম? রইল হদিশ
Virat-Ansushka: গুরুগ্রামে একটি ঝকঝকে বাঙলো রয়েছে বিরাটের। যেটি ১০ হাজার বর্গফুট জায়গা নিযে তৈরি। এই বাঙলোটির আনুমানিক দাম ৮০ কোটি টাকা। মাঝে মধ্যেউ পরিবারের সঙ্গে এখানে সময় কাটান কিং।এই বাঙলোতে রয়েছে ঝুলন্ত সুইমিং পুল। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরেনর কাঠের তৈরি আসবাপত্র। খোদাই করা বুদ্ধ চিত্রকর্ম দিয়ে পুরো বাড়ুটিকে খুব সুন্দর করে সাজানো।
Most Read Stories