AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: কেকেআরে কামব্যাক গম্ভীরের, জানেন তাঁর গোপন প্রেমের কাহিনী?

Gautam Gambhir's Love Story: তারপর দু'জনে পরিনত হয়ে একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সম্পর্কের কথা বাড়িতে জানান দুজন। তারপর দুই পরিবারের সম্মতিতে এগোয় সবটা। অবশেষে ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। তেমন কোনও আড়ম্বর দেখা যায়নি গম্ভীরের বিয়েতে। খুব কাছের লোকেদের সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়। শুধুমাত্র ঘনিষ্ঠরাই আমন্ত্রিত ছিলেন তাঁর বিয়ের অনুষ্ঠানে।

| Edited By: | Updated on: Nov 23, 2023 | 6:04 PM
Share
সম্প্রতি কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। তবে এ বার ক্রিকেটার হিসেবে নয়, ফিরেছেন মেন্টর হিসেবে। আইপিএলের পরবর্তী সংস্করণ থেকেই দায়িত্বে নেবেন তিনি। (ছবি:X)

সম্প্রতি কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। তবে এ বার ক্রিকেটার হিসেবে নয়, ফিরেছেন মেন্টর হিসেবে। আইপিএলের পরবর্তী সংস্করণ থেকেই দায়িত্বে নেবেন তিনি। (ছবি:X)

1 / 8
একসময় ক্রিকেটের মঞ্চ কাঁপিয়েছেন গম্ভীর। রহু নারীর পছন্দের তালিকায় ছিলেন গম্ভীর। তবে গম্ভীর কার জন্য পাগল ছিলেন জানেন? জানুন গম্ভীরের প্রেমের কাহিনী।

একসময় ক্রিকেটের মঞ্চ কাঁপিয়েছেন গম্ভীর। রহু নারীর পছন্দের তালিকায় ছিলেন গম্ভীর। তবে গম্ভীর কার জন্য পাগল ছিলেন জানেন? জানুন গম্ভীরের প্রেমের কাহিনী।

2 / 8
 ২০১১ সালে নাতাশা জেনকে বিয়ে করেন গম্ভীর। তার আগে প্রেম করেছেন বেশ কিছু বছর। বলা ভালো লুকিয়ে প্রেম করতেন তাঁরা। (ছবি:X)

২০১১ সালে নাতাশা জেনকে বিয়ে করেন গম্ভীর। তার আগে প্রেম করেছেন বেশ কিছু বছর। বলা ভালো লুকিয়ে প্রেম করতেন তাঁরা। (ছবি:X)

3 / 8
প্রথম ২০০৭ সালে এক পার্টিতে আলাপ হয় দু'জনের। প্রথম আলাপেই ভালোলাগা জন্মায়। তবে সেটা শুধু ভালোলাগাতেই আটকে ছিল। (ছবি:X)

প্রথম ২০০৭ সালে এক পার্টিতে আলাপ হয় দু'জনের। প্রথম আলাপেই ভালোলাগা জন্মায়। তবে সেটা শুধু ভালোলাগাতেই আটকে ছিল। (ছবি:X)

4 / 8
গম্ভীর তখন কেরিয়েরের মধ্যগগনে। নাতাশাও মন দিয়েছিলেন নিজেকে তৈরির কাজে। তবে তাঁর ফাঁকে সময় কাটাতেন দু'জন। (ছবি:X)

গম্ভীর তখন কেরিয়েরের মধ্যগগনে। নাতাশাও মন দিয়েছিলেন নিজেকে তৈরির কাজে। তবে তাঁর ফাঁকে সময় কাটাতেন দু'জন। (ছবি:X)

5 / 8
সেই ভালোলাগা কখন ভালোবাসায় পরিণত হয় টের পাননি দু'জন। সকলের চোখের আড়ালে প্রেম করতেন গম্ভীর-নাতাশা। (ছবি:X)

সেই ভালোলাগা কখন ভালোবাসায় পরিণত হয় টের পাননি দু'জন। সকলের চোখের আড়ালে প্রেম করতেন গম্ভীর-নাতাশা। (ছবি:X)

6 / 8
 তারপর দু'জনে পরিনত হয়ে একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সম্পর্কের কথা বাড়িতে জানান দুজন। তারপর দুই পরিবারের সম্মতিতে এগোয় সবটা।(ছবি:X)

তারপর দু'জনে পরিনত হয়ে একসঙ্গে জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। সম্পর্কের কথা বাড়িতে জানান দুজন। তারপর দুই পরিবারের সম্মতিতে এগোয় সবটা।(ছবি:X)

7 / 8
অবশেষে ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। তেমন কোনও আড়ম্বর দেখা যায়নি গম্ভীরের বিয়েতে। খুব কাছের লোকেদের সঙ্গে নিয়ে বিয়ের  অনুষ্ঠান হয়। শুধুমাত্র ঘনিষ্ঠরাই আমন্ত্রিত ছিলেন তাঁর বিয়ের অনুষ্ঠানে। (ছবি:X)

অবশেষে ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। তেমন কোনও আড়ম্বর দেখা যায়নি গম্ভীরের বিয়েতে। খুব কাছের লোকেদের সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান হয়। শুধুমাত্র ঘনিষ্ঠরাই আমন্ত্রিত ছিলেন তাঁর বিয়ের অনুষ্ঠানে। (ছবি:X)

8 / 8