Hardik Pandya: মুম্বইয়ের নয়া বাদশা, অভিষেক থেকে তারকা, ফিরে দেখা হার্দিকের বর্নময় কেরিয়ার
Mumbai Indians: ফের ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আর তাতে খুশিতে ডগমগ নীতা আম্বানিরা। এ বার হার্দিককে নেতার আসন দিল মুম্বই। নতুন বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুল দেওয়া হয়েছে হার্দিকের হাতে। এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক।