Hardik Pandya: মুম্বইয়ের নয়া বাদশা, অভিষেক থেকে তারকা, ফিরে দেখা হার্দিকের বর্নময় কেরিয়ার

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 15, 2023 | 7:46 PM

Mumbai Indians: ফের ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আর তাতে খুশিতে ডগমগ নীতা আম্বানিরা। এ বার হার্দিককে নেতার আসন দিল মুম্বই। নতুন বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুল দেওয়া হয়েছে হার্দিকের হাতে। এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক।

1 / 8
হার্দিক পান্ডিয়ার মুকুটে নয়া পালক। কিছুদিন আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

হার্দিক পান্ডিয়ার মুকুটে নয়া পালক। কিছুদিন আগেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার। (ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলতেন হার্দিক। ২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দেন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এর আগে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলতেন হার্দিক। ২০২২ সালে মুম্বই ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দেন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
ফের ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আর তাতে খুশিতে ডগমগ নীতা আম্বানিরা। এ বার হার্দিককে নেতার আসন দিল মুম্বই। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ফের ঘরের ছেলে ঘরে ফিরেছেন। আর তাতে খুশিতে ডগমগ নীতা আম্বানিরা। এ বার হার্দিককে নেতার আসন দিল মুম্বই। (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
নতুন বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুল দেওয়া হয়েছে হার্দিকের হাতে। এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। (ছবি: সোশ্যাল মিডিয়া)

নতুন বছরের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব তুল দেওয়া হয়েছে হার্দিকের হাতে। এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
 এ ছাড়া চলতি বছরের বিশ্বকাপে জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। তবে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান। চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে বাকি টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এ ছাড়া চলতি বছরের বিশ্বকাপে জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। তবে গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে চোট পান। চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে বাকি টুর্নামেন্টে আর খেলতে পারেননি তিনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
টেস্টের মঞ্চে তাঁর অভিষেক হয় ২০১৭ সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের ময়দানে আত্মপ্রকাশ করেন। শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

টেস্টের মঞ্চে তাঁর অভিষেক হয় ২০১৭ সালে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের ময়দানে আত্মপ্রকাশ করেন। শেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
টি-২০ তে অভিষেক হয় ২০১৬ সালের ২৬ শে জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ খেলেন। শেষ টি-২০ চলতি বছরের ১৩ শে আগস্ট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

টি-২০ তে অভিষেক হয় ২০১৬ সালের ২৬ শে জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ খেলেন। শেষ টি-২০ চলতি বছরের ১৩ শে আগস্ট। (ছবি: সোশ্যাল মিডিয়া)

8 / 8
ওডিআইতে অভিষেক হয় ২০১৬ সালে। এখন ৩০ বছর বয়স তাঁর। এই কয়েক বছরেই সাফল্যের শীর্ষে হার্দিক। ক্রিকেটের ময়দানই তাঁকে পরিণত করে তুলেছে দিনে দিনে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

ওডিআইতে অভিষেক হয় ২০১৬ সালে। এখন ৩০ বছর বয়স তাঁর। এই কয়েক বছরেই সাফল্যের শীর্ষে হার্দিক। ক্রিকেটের ময়দানই তাঁকে পরিণত করে তুলেছে দিনে দিনে। (ছবি: সোশ্যাল মিডিয়া)

Next Photo Gallery