AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI Star Players: মুম্বইয়ের জার্সিতে সোনা ফলিয়েছেন কোন তারকারা? রইল তাঁদের হদিশ

Hardik Pandya: চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সেরা ক্রিকেটার কারা?২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিনেছিল এমআই। তারপর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যান হার্দিক। তবে ফের ঘরে ফিরেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ২০১৪ সালে এমআইতে যোগ দেন বুমরা। এই দলের হয়ে নজর কেড়েছেন বুমরা।

| Edited By: | Updated on: Dec 11, 2023 | 9:30 AM
Share
আইপিএলের প্রস্তুতি শুরু হতেই আলোচনায় মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। (ছবি:X)

আইপিএলের প্রস্তুতি শুরু হতেই আলোচনায় মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। (ছবি:X)

1 / 8
তারপর থেকেই আলোচনায় মুম্বই। এ বার একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে নীতা আম্বানির দল। এ বার নিলামে কাদের দলে নেবে এই ফ্র্যাঞ্চাইজি? সেই দিকেই তাকিয়ে সবাই। (ছবি:X)

তারপর থেকেই আলোচনায় মুম্বই। এ বার একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে নীতা আম্বানির দল। এ বার নিলামে কাদের দলে নেবে এই ফ্র্যাঞ্চাইজি? সেই দিকেই তাকিয়ে সবাই। (ছবি:X)

2 / 8
চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সেরা ক্রিকেটার কারা? (ছবি:X)

চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সেরা ক্রিকেটার কারা? (ছবি:X)

3 / 8
২০১১ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে পথচলা শুরু করেছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি:X)

২০১১ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে পথচলা শুরু করেছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি:X)

4 / 8
২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিনেছিল এমআই। তারপর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যান হার্দিক। তবে ফের ঘরে ফিরেছেন তিনি। (ছবি:X)

২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিনেছিল এমআই। তারপর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যান হার্দিক। তবে ফের ঘরে ফিরেছেন তিনি। (ছবি:X)

5 / 8
মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ২০১৪ সালে এমআইতে যোগ দেন বুমরা। এই দলের হয়ে নজর কেড়েছেন বুমরা। (ছবি:X)

মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ২০১৪ সালে এমআইতে যোগ দেন বুমরা। এই দলের হয়ে নজর কেড়েছেন বুমরা। (ছবি:X)

6 / 8
ভারতের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে কিনেছিল নীতা আম্বানির মুম্বই। এম আইয়ের জার্সিতে নজর কেড়েছেন সূর্য। (ছবি:X)

ভারতের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে কিনেছিল নীতা আম্বানির মুম্বই। এম আইয়ের জার্সিতে নজর কেড়েছেন সূর্য। (ছবি:X)

7 / 8
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিয়েরন পোলার্ড। ২০১০ সালে তাঁকে কিনেছিল এমআই। দলকে হতাশ করেননি তিনি। (ছবি:X)

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিয়েরন পোলার্ড। ২০১০ সালে তাঁকে কিনেছিল এমআই। দলকে হতাশ করেননি তিনি। (ছবি:X)

8 / 8