AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: রাত পোহালেই ভারত-পাকিস্তান মহাযুদ্ধ, স্টেডিয়ামের বাইরে আসর জমাচ্ছেন কলকাতার অশোক চক্রবর্তীরা

India vs Pakistan Match: আমেদাবাদে এককথায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভারত-পাক ম্য়াচের জন্য হোটেলের ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় হাসপাতালে চেকআপের ছুতোয় রাত কাটাতে চাইছে ফ্যানেরা। যদিও এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আমেদাবাদের হাসপাতাল সংগঠনের পক্ষ থেকে।

| Edited By: | Updated on: Oct 13, 2023 | 12:08 PM
Share
আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরই মহাযুদ্ধ দেখবে ক্রিকেট বিশ্ব। যার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। (ছবি:তুষার ঘটক)

আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তারপরই মহাযুদ্ধ দেখবে ক্রিকেট বিশ্ব। যার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। শনিবার অর্থাৎ ১৪ অক্টোবর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। (ছবি:তুষার ঘটক)

1 / 8
আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন দর্শকরা। কেউ-কেউ আগে থাকতেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। (ছবি:তুষার ঘটক)

আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন দর্শকরা। কেউ-কেউ আগে থাকতেই সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। (ছবি:তুষার ঘটক)

2 / 8
২৪ ঘণ্টার বেশি বাকি থাকলেও মোতেরাতে এখন সাজ-সাজ রব। শুক্রবার সকাল থেকেই সেখানে ভিড় জমাচ্ছেন ফ্যানেরা। স্টেডিয়ামের বাইরে ঢেলে বিকোচ্ছে ভারতের  জার্সি। জার্সি পরে এক্কেবারে তৈরি কলকাতার অশোক চক্রবর্তী। শাঁখ বাজিয়ে সেখানে আসর জমাচ্ছেন তিনি।(ছবি:তুষার ঘটক)

২৪ ঘণ্টার বেশি বাকি থাকলেও মোতেরাতে এখন সাজ-সাজ রব। শুক্রবার সকাল থেকেই সেখানে ভিড় জমাচ্ছেন ফ্যানেরা। স্টেডিয়ামের বাইরে ঢেলে বিকোচ্ছে ভারতের জার্সি। জার্সি পরে এক্কেবারে তৈরি কলকাতার অশোক চক্রবর্তী। শাঁখ বাজিয়ে সেখানে আসর জমাচ্ছেন তিনি।(ছবি:তুষার ঘটক)

3 / 8
কাল পাছে দেরি হয়ে যায় সেই ভয়ে আজই জার্সি কিনতে স্টেডিয়ামে পৌঁছেছেন আরও অনেকেই। দলের জার্সি গায়ে কাল সকাল-সকাল ভিড় জমাতে পৌঁছবেন মোতেরাতে। (ছবি:তুষার ঘটক)

কাল পাছে দেরি হয়ে যায় সেই ভয়ে আজই জার্সি কিনতে স্টেডিয়ামে পৌঁছেছেন আরও অনেকেই। দলের জার্সি গায়ে কাল সকাল-সকাল ভিড় জমাতে পৌঁছবেন মোতেরাতে। (ছবি:তুষার ঘটক)

4 / 8
অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম। আমেদাবাদ সংলগ্ন ছোট শহরতলি হিসেবেই পরিচিত মোতেরা। সেখানেই এই স্টেডিয়াম। আগে এই স্টেডিয়ামের নাম মোতেরা হলেও এখন এর নতুন নাম হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। (ছবি:তুষার ঘটক)

অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্টেডিয়াম। আমেদাবাদ সংলগ্ন ছোট শহরতলি হিসেবেই পরিচিত মোতেরা। সেখানেই এই স্টেডিয়াম। আগে এই স্টেডিয়ামের নাম মোতেরা হলেও এখন এর নতুন নাম হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। (ছবি:তুষার ঘটক)

5 / 8
 ১ লাখ ৩২ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এখানে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম  এটি। বিশ্বকাপের ওপেনিং ম্যাচ, ফাইনাল ম্যাচ ও ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাই বেছে নেওয়া হয়েছে এই স্টেডিয়ামকে। (ছবি:তুষার ঘটক)

১ লাখ ৩২ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন এখানে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম এটি। বিশ্বকাপের ওপেনিং ম্যাচ, ফাইনাল ম্যাচ ও ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তাই বেছে নেওয়া হয়েছে এই স্টেডিয়ামকে। (ছবি:তুষার ঘটক)

6 / 8
আমেদাবাদে এককথায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভারত-পাক ম্য়াচের জন্য হোটেলের ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় হাসপাতালে চেকআপের ছুতোয় রাত কাটাতে চাইছে ফ্যানেরা। যদিও এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আমেদাবাদের হাসপাতাল সংগঠনের পক্ষ থেকে। (ছবি:তুষার ঘটক)

আমেদাবাদে এককথায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভারত-পাক ম্য়াচের জন্য হোটেলের ভাড়া কয়েক গুণ বেড়ে যাওয়ায় হাসপাতালে চেকআপের ছুতোয় রাত কাটাতে চাইছে ফ্যানেরা। যদিও এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আমেদাবাদের হাসপাতাল সংগঠনের পক্ষ থেকে। (ছবি:তুষার ঘটক)

7 / 8
ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার আমেদাবাদ এয়ারপোর্টে ধরা পড়েছে বুমরা, কুলদীপদের হাসি মুখের ছবি। আজ অনুশীলনে নামবে রোহিত শর্মারা। দলের সঙ্গে আজ অনুশীলনে দেখা যেতে পারে শুভমন গিলকে। (ছবি:তুষার ঘটক)

ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার আমেদাবাদ এয়ারপোর্টে ধরা পড়েছে বুমরা, কুলদীপদের হাসি মুখের ছবি। আজ অনুশীলনে নামবে রোহিত শর্মারা। দলের সঙ্গে আজ অনুশীলনে দেখা যেতে পারে শুভমন গিলকে। (ছবি:তুষার ঘটক)

8 / 8