ICC ODI World Cup: ইডেনে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে সমর্থকরা, দেখুন ছবিতে

Pak vs Eng: পাকিস্তানের সমর্থনে নেপাল থেকেও এসেছেন কেউ কেউ। একটাই আশা জিতুক পাকিস্তান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তানের জার্সিও রয়েছে কারও কারও গায়ে।পাক অধিনায়ক বাবর আজমের সমর্থনে এসেছেন কেউ-কেউ। গালে বাবরের নাম লিখেছেন। গ্য়ালারিতে বাবরের হয়েই গলা ফাটাচ্ছেন তাঁরা।

| Edited By: | Updated on: Nov 11, 2023 | 5:49 PM
ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি পাকিস্তান ইংল্যান্ড। ছুটির দিনে ইডেনমুখী দর্শক। সকাল থেকেই ইডেন চত্ত্বরে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি পাকিস্তান ইংল্যান্ড। ছুটির দিনে ইডেনমুখী দর্শক। সকাল থেকেই ইডেন চত্ত্বরে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

1 / 8
ইংল্যান্ড নয় পাকিস্তানের সমর্থনে এসেছে বহু দর্শক। গালে পাকিস্তানের পতাকা এঁকেছেন কেউ-কেউ। (ছবি:রাহুল সাধুখাঁ)

ইংল্যান্ড নয় পাকিস্তানের সমর্থনে এসেছে বহু দর্শক। গালে পাকিস্তানের পতাকা এঁকেছেন কেউ-কেউ। (ছবি:রাহুল সাধুখাঁ)

2 / 8
পাকিস্তানের জার্সি পরেও দেখা গেল বহু সমর্থককে। এর আগেও ইডেনে পাকিস্তানের ম্যাচ হয়েছে। তবে এই চিত্র ধরা পড়েনি। (ছবি:রাহুল সাধুখাঁ)

পাকিস্তানের জার্সি পরেও দেখা গেল বহু সমর্থককে। এর আগেও ইডেনে পাকিস্তানের ম্যাচ হয়েছে। তবে এই চিত্র ধরা পড়েনি। (ছবি:রাহুল সাধুখাঁ)

3 / 8
আজকের  ইডেন যেন  অন্য কথা বলছে। পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ। বিদায়বেলায় কলকাতাবাসীর সমর্থন পাচ্ছেন বাবরা।(ছবি:রাহুল সাধুখাঁ)

আজকের ইডেন যেন অন্য কথা বলছে। পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ। বিদায়বেলায় কলকাতাবাসীর সমর্থন পাচ্ছেন বাবরা।(ছবি:রাহুল সাধুখাঁ)

4 / 8
চারিদিকে ভিড়ের মধ্যে নজরে পড়ছে ভারতের জার্সি পরা প্রচুর সমর্থক। ভারতের পতাকা নিয়ে হাজির হয়েছেন অনেকেই। (ছবি:রাহুল সাধুখাঁ)

চারিদিকে ভিড়ের মধ্যে নজরে পড়ছে ভারতের জার্সি পরা প্রচুর সমর্থক। ভারতের পতাকা নিয়ে হাজির হয়েছেন অনেকেই। (ছবি:রাহুল সাধুখাঁ)

5 / 8
এর আগে ইডেনে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তখন পাক ক্রিকেটারদের ঘিরে  এই উন্মদনা চোখে পড়েনি। এ দিন ইংল্যান্ডের সমর্থনেও দেখা গেল গুটি কয়েক দর্শককে। (ছবি:রাহুল সাধুখাঁ)

এর আগে ইডেনে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তখন পাক ক্রিকেটারদের ঘিরে এই উন্মদনা চোখে পড়েনি। এ দিন ইংল্যান্ডের সমর্থনেও দেখা গেল গুটি কয়েক দর্শককে। (ছবি:রাহুল সাধুখাঁ)

6 / 8
পাক অধিনায়ক বাবর আজমের সমর্থনে এসেছেন কেউ-কেউ। গালে বাবরের নাম লিখেছেন। গ্য়ালারিতে বাবরের হয়েই গলা ফাটাচ্ছেন তাঁরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

পাক অধিনায়ক বাবর আজমের সমর্থনে এসেছেন কেউ-কেউ। গালে বাবরের নাম লিখেছেন। গ্য়ালারিতে বাবরের হয়েই গলা ফাটাচ্ছেন তাঁরা। (ছবি:রাহুল সাধুখাঁ)

7 / 8
পাকিস্তানের সমর্থনে নেপাল থেকেও এসেছেন কেউ কেউ। একটাই আশা জিতুক পাকিস্তান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তানের জার্সিও রয়েছে কারও কারও গায়ে। (ছবি:রাহুল সাধুখাঁ)

পাকিস্তানের সমর্থনে নেপাল থেকেও এসেছেন কেউ কেউ। একটাই আশা জিতুক পাকিস্তান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তানের জার্সিও রয়েছে কারও কারও গায়ে। (ছবি:রাহুল সাধুখাঁ)

8 / 8
Follow Us: