নতুন বছরেই আইপিএল। মঙ্গলবার দুবাইয়ের নিলাম ঘরে ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলল হাড্ডাহাড্ডি লড়াই। দিনের শেষে কেমন দল সাজাল গম্ভীরের কেকেআর? (ছবি: সোশ্যাল মিডিয়া)
বিশ্বকাপের ফসল পেলেন অজি তারকা মিচেল স্টার্ক। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে লড়াই শেষে রেকর্ড দামে স্টার্ককে কিনল কেকেআর। ২৪.৭৫ কোটিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। (ছবি: সোশ্যাল মিডিয়া)
নিলামের শেষের দিকে আফগান পেসার মুজিবউর রহমানকে ২ কোটি টাকায় কিনেছে গম্ভীরের দল। মুজিবউরের পাশাপাশি বেস প্রাইস ৫০ লাখে চেতন সাকারিয়াকে দলে নিয়েছে নাইটরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
শেরফান রাদারফোর্ডকে ১.৫ কোটি দিয়ে কিনেছে কলকাতার দলটি। এ ছাড়া ইংরেজ ক্রিকেটার গাস অ্যাটকিনসনকে ১ কোটি টাকার বিনিময়ে তুলেছে কেকেআর। (ছবি: সোশ্যাল মিডিয়া)
সবশেষে ৫০ লক্ষ টাকায় মণীশ পান্ডেকে কিনে নিয়েছে নাইটরা। এ ছাড়া নতুন বছরে বেগুনি জার্সিতে নজর কাড়বেন ১৮ বছরের অঙ্গকৃশ রঘুবংশী। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কেকেআর। (ছবি: সোশ্যাল মিডিয়া)
বিহারের ১৯ বছরের পেসার সাকিব হুসেনকে কিনে নিয়েছে নাইটরা। বেস প্রাইস ২০ লাখেই তাঁকে কিনেছে কেকেআর। এ ছাড়া রমনদীপ সিংকেও ২০ লাখে কিনেছে নাইটরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)
রহমৎতুল্লাহ গুরবাজ থাকলেও একজন ব্যাকআপ উইকেটকিপারের দরকার ছিল কেকেআরের। শুরু থেকে সেই দিকেই চোখ ছিল কেকেআরের। (ছবি: সোশ্যাল মিডিয়া)
অবশেষে লক্ষ্য পূরণ হয়েছে নাইটদের। ৫০ লক্ষের বিনিময়ে শ্রীকর ভরতকে তুলে নিয়েছে গৌতম গম্ভীরের দল। (ছবি: সোশ্যাল মিডিয়া)