Unusual jobs of Cricketers : পেশা বদলে সফল ক্রিকেটার যাঁরা, তালিকায় হাবিলদার থেকে মাঠকর্মী
সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। এই খেলার সঙ্গে যুক্ত মানুষরাও তাই অগাধ জনপ্রিয়তা পান। তাঁদের অতীত জীবন সম্পর্কে কাঁটাছেঁড়া শুরু হয়। তাতেই জানা গিয়েছে, বেশ কিছু ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে অন্য পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীকালে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও কঠোর পরিশ্রমের জেরে ২২ গজের দুনিয়ায় নিজেদের প্রমাণ করেছেন।
Most Read Stories