Cristiano Ronaldo: মাইলফলক ম্যাচ জ্বলে উঠলেন রোনাল্ডো, জিতল আল নাসের
Cristiano Ronaldo's Milestone: কেরিয়ারের মাইলফলক ম্যাচে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে (Saudi Pro League) জিতল আল নাসের (Al Nassr)। আল রিয়াধের বিরুদ্ধে কেরিয়ারের ১২০০তম ম্যাচ খেলতে নেমেছিলান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অ্যাওয়ে ম্যাচে ৪-১ ব্যবধানে আল রিয়াধকে হারিয়েছে রোনাল্ডোর ক্লাব আল নাসের। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সিআর সেভেন।
Most Read Stories