মাঠের বাইরেও যাঁরা মন জেতেন, ভারতীয় ক্রিকেটের ‘দানবীর’
Charitable Indian Cricketer: ভারতে ক্রিকেট শুধুই খেলা নয়, একটা ধর্ম। আর ক্রিকেটারদের শ্রদ্ধার আসনে বসানো হয়। মাঠের পারফরম্যান্সে নজর কাড়েন অনেকেই। নানা রেকর্ড গড়ে, ম্যাচ জিতিয়ে বা ট্রফি দিয়ে দেশকে গর্বিত করেন। তবে এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা মাঠের বাইরেও মন জয় করেন। সকলে যেমন তাঁদের সম্মান করেন, নানা সমাজসেবা মূলক কাজের মাধ্যমে একজন নাগরিক হিসেবে তার প্রতিদানে অনেকটা ফিরিয়েও দেন ক্রিকেটাররা। তেমনই কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নিন।

1 / 8

2 / 8

3 / 8

4 / 8

5 / 8

6 / 8

7 / 8

8 / 8
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
জোড়া মাইলস্টোন স্পর্শ করে বোথাম-কপিলদের এলিট গ্রুপে জাডেজা
পন্থ ইজ ব্যাক! ইডেনে ২৭ রান করে বীরুর রেকর্ড ভেঙে চুরমার করলেন
On This Day: ইডেনে আজকের দিনে ODI-তে মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন রোহিত
সোনার মেয়ে রিচা ঘোষ সিএবি ও রাজ্য সরকার থেকে কোন কোন পুরস্কার পেলেন?
মাল্টিনেশন ইভেন্টে ভারত-পাক ফাইনালের রেকর্ড জানেন?
