Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karthik Madhira: ব্যাট ছেড়ে বন্দুকই সঙ্গী হয়েছে, জানুন এই ক্রিকেটারের জীবনের গল্প

IPL Karthik Madhira: তবে হাল ছাড়েননি। ইউপিএসসির ভিন্ন ভিন্ন রাউন্ডের জন্য আলাদা করে পড়াশোনা করতেন। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় পাশ করেন। বর্তমানে আইপিএস অফিসার হিসেবে কর্মরত তিনি। ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে। সুযোগ পেলেই তাই ক্রিকেট দেখতে ছাড়েন না কার্তিক। কীভাবে ক্রিকেট থেকে আইপিএস অফিসার হয়ে উঠলেন কার্তিক? জানুন সেই অজানা কাহিনি।

| Edited By: | Updated on: Dec 26, 2023 | 12:05 AM
স্বপ্ন আর চেষ্টাই সব তাই প্রমাণ করেছেন কার্তিক মাধিরা। একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

স্বপ্ন আর চেষ্টাই সব তাই প্রমাণ করেছেন কার্তিক মাধিরা। একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 8
আর এখন আর ব্যাট ছেড়ে লাঠি, বন্দুক সঙ্গী হয়েছে তাঁর। ক্রিকেট ছেড়ে এখন আইপিএস অফিসার তিনি। ক্রিকেটার থেকে আইপিএস অফিসার হওয়ার জার্নিটা কেমন ছিল তাঁর? (ছবি:সোশ্যাল মিডিয়া)

আর এখন আর ব্যাট ছেড়ে লাঠি, বন্দুক সঙ্গী হয়েছে তাঁর। ক্রিকেট ছেড়ে এখন আইপিএস অফিসার তিনি। ক্রিকেটার থেকে আইপিএস অফিসার হওয়ার জার্নিটা কেমন ছিল তাঁর? (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
হায়দরাবাদের বাসিন্দা কার্তিক। একসময় রাজ্যের হয়ে অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ এবং ১৯-এ খেলেছেন। বিশ্ববিদ্যালয় স্তরেও চুটিয়ে ক্রিকেট খেলতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

হায়দরাবাদের বাসিন্দা কার্তিক। একসময় রাজ্যের হয়ে অনূর্ধ্ব ১৩, ১৫, ১৭ এবং ১৯-এ খেলেছেন। বিশ্ববিদ্যালয় স্তরেও চুটিয়ে ক্রিকেট খেলতেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
তবে কোনও এক ঘটনায় বদলে যায় গোটা জীবন। গুরুতর চোট পান। তারপর আর ক্রিকেটে ফেরেননি। পড়াশোনায় ছেলেবেলা থেকেই ভালো ছিলেন কার্তিক। (ছবি:সোশ্যাল মিডিয়া)

তবে কোনও এক ঘটনায় বদলে যায় গোটা জীবন। গুরুতর চোট পান। তারপর আর ক্রিকেটে ফেরেননি। পড়াশোনায় ছেলেবেলা থেকেই ভালো ছিলেন কার্তিক। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়ন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। ক্রিকেট ছাড়ার পর ফের পড়াশোনায় মন দেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়ন্স ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। ক্রিকেট ছাড়ার পর ফের পড়াশোনায় মন দেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা শুরু করেন। জোরকদমে চলতে থাকে প্রস্ততি। প্রথম তিনবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

সিভিল সার্ভিসের জন্য পড়াশোনা শুরু করেন। জোরকদমে চলতে থাকে প্রস্ততি। প্রথম তিনবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
তবে হাল ছাড়েননি। ইউপিএসসির ভিন্ন ভিন্ন রাউন্ডের জন্য আলাদা করে পড়াশোনা করতেন। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় পাশ করেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

তবে হাল ছাড়েননি। ইউপিএসসির ভিন্ন ভিন্ন রাউন্ডের জন্য আলাদা করে পড়াশোনা করতেন। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় পাশ করেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
বর্তমানে আইপিএস অফিসার হিসেবে কর্মরত তিনি। ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে। সুযোগ পেলেই তাই ক্রিকেট দেখতে ছাড়েন না কার্তিক। (ছবি:সোশ্যাল মিডিয়া)

বর্তমানে আইপিএস অফিসার হিসেবে কর্মরত তিনি। ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে। সুযোগ পেলেই তাই ক্রিকেট দেখতে ছাড়েন না কার্তিক। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: