Karthik Madhira: ব্যাট ছেড়ে বন্দুকই সঙ্গী হয়েছে, জানুন এই ক্রিকেটারের জীবনের গল্প
IPL Karthik Madhira: তবে হাল ছাড়েননি। ইউপিএসসির ভিন্ন ভিন্ন রাউন্ডের জন্য আলাদা করে পড়াশোনা করতেন। অবশেষে চতুর্থবারের প্রচেষ্টায় পাশ করেন। বর্তমানে আইপিএস অফিসার হিসেবে কর্মরত তিনি। ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়ে গিয়েছে। সুযোগ পেলেই তাই ক্রিকেট দেখতে ছাড়েন না কার্তিক। কীভাবে ক্রিকেট থেকে আইপিএস অফিসার হয়ে উঠলেন কার্তিক? জানুন সেই অজানা কাহিনি।
Most Read Stories