Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: মেহুলি-প্রণতি এশিয়ান গেমসে বাংলা থেকে যাচ্ছেন যাঁরা…

এ বারের এশিয়ান গেমসে ভারত থেকে ৬৫৫ জন অ্যাথলিট চিনে যাচ্ছেন। হানঝাউতে বসছে এ বারের এশিয়াডের আসর। করোনার কারণে ২০২২ সালের জায়গায় ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমস। পশ্চিমবঙ্গ থেকে মোট ২৪ জন অ্যাথলিট যাচ্ছেন এশিয়ান গেমসে অংশ নিতে।

| Edited By: | Updated on: Sep 22, 2023 | 9:30 AM
 এ বারের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দল রয়েছে। তাতে মহিলা ক্রিকেট দলে দেখা যাচ্ছে রিচা ঘোষকে। পুরুষ ক্রিকেট টিমে বাংলা থেকে রয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, দীপ্তি শর্মারা।

এ বারের এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট দল রয়েছে। তাতে মহিলা ক্রিকেট দলে দেখা যাচ্ছে রিচা ঘোষকে। পুরুষ ক্রিকেট টিমে বাংলা থেকে রয়েছেন শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, দীপ্তি শর্মারা।

1 / 8
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তিতাস সাধু এ বারের এশিয়াডে ভারতীয় স্কোয়াডে জাগয়া করে নিয়েছেন। জুনিয়র স্তরে নজর কাড়া বাংলার মেয়ে তিতাস সাধুও রয়েছে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট টিমে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তিতাস সাধু এ বারের এশিয়াডে ভারতীয় স্কোয়াডে জাগয়া করে নিয়েছেন। জুনিয়র স্তরে নজর কাড়া বাংলার মেয়ে তিতাস সাধুও রয়েছে এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট টিমে।

2 / 8
শুটিংয়ে এশিয়ান গেমসে বাংলার হয়ে খেলতে দেখা যাবে মেহুলি ঘোষকে। এ ছাড়া রাগবিতে দেখা যাবে বাংলার লছমি ওরান ও সন্ধ্যা রাইকে।

শুটিংয়ে এশিয়ান গেমসে বাংলার হয়ে খেলতে দেখা যাবে মেহুলি ঘোষকে। এ ছাড়া রাগবিতে দেখা যাবে বাংলার লছমি ওরান ও সন্ধ্যা রাইকে।

3 / 8
এ বারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে পারফর্ম করতে দেখা যাবে প্রণতি নায়েককে। তাঁর পাশাপাশি বাংলার অ্যাথলিট ত্রিয়শা পালকে দেখা যাবে সাইক্লিংয়ে।

এ বারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে পারফর্ম করতে দেখা যাবে প্রণতি নায়েককে। তাঁর পাশাপাশি বাংলার অ্যাথলিট ত্রিয়শা পালকে দেখা যাবে সাইক্লিংয়ে।

4 / 8
 তিরন্দাজিতে বাংলা থেকে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছেন অতনু দাস। এ ছাড়া ফুটবলে বাংলা থেকে এশিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা বাসফোর, অঞ্জু তামাং ও রহিম আলি।

তিরন্দাজিতে বাংলা থেকে এশিয়ান গেমসে অংশ নিতে গিয়েছেন অতনু দাস। এ ছাড়া ফুটবলে বাংলা থেকে এশিয়াডে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা বাসফোর, অঞ্জু তামাং ও রহিম আলি।

5 / 8
এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসে দেখা যাবে সুতীর্থা মুখোপাধ্যায়কে। পাশাপাশি টিটিতে দেখা যাবে আহিকা মুখোপাধ্যায়কেও। এ ছাড়া এ বারের এশিয়ান গেমসে তাসে অংশ নিতে দেখা যাচ্ছে মারিয়ানে কর্মকার ও সন্দীপ কর্মকারকে।

এশিয়ান গেমসে মেয়েদের টেবল টেনিসে দেখা যাবে সুতীর্থা মুখোপাধ্যায়কে। পাশাপাশি টিটিতে দেখা যাবে আহিকা মুখোপাধ্যায়কেও। এ ছাড়া এ বারের এশিয়ান গেমসে তাসে অংশ নিতে দেখা যাচ্ছে মারিয়ানে কর্মকার ও সন্দীপ কর্মকারকে।

6 / 8
বাংলার অ্যাথলেটিক্স স্বপ্না বর্মনকেও এ বারের এশিয়ান গেমসে অংশ নিতে দেখা যাবে। এশিয়াডে অ্যাথলেটিক্সে দেখা যাবে সোনিয়া বৈশ্যকেও।

বাংলার অ্যাথলেটিক্স স্বপ্না বর্মনকেও এ বারের এশিয়ান গেমসে অংশ নিতে দেখা যাবে। এশিয়াডে অ্যাথলেটিক্সে দেখা যাবে সোনিয়া বৈশ্যকেও।

7 / 8
বাংলার ২৫ বছর বয়সী রিকার্ভ তিরন্দাজ অঙ্কিতা ভকতকে দেখা যাবে এ বারের এশিয়ান গেমসে। ইকুয়িস্ট্রিয়ানে দেখা যাবে অনুশ আগরওয়ালকে। গলফে দেখা যাবে শিব চৌরাসিয়া, হ্যান্ডবলে দেখা যাবে নীনা শীলকে এবং ইস্পোর্টসে দেখা যাবে অয়ন বিশ্বাসকে।

বাংলার ২৫ বছর বয়সী রিকার্ভ তিরন্দাজ অঙ্কিতা ভকতকে দেখা যাবে এ বারের এশিয়ান গেমসে। ইকুয়িস্ট্রিয়ানে দেখা যাবে অনুশ আগরওয়ালকে। গলফে দেখা যাবে শিব চৌরাসিয়া, হ্যান্ডবলে দেখা যাবে নীনা শীলকে এবং ইস্পোর্টসে দেখা যাবে অয়ন বিশ্বাসকে।

8 / 8
Follow Us: