Asian Games 2023: মেহুলি-প্রণতি এশিয়ান গেমসে বাংলা থেকে যাচ্ছেন যাঁরা…
এ বারের এশিয়ান গেমসে ভারত থেকে ৬৫৫ জন অ্যাথলিট চিনে যাচ্ছেন। হানঝাউতে বসছে এ বারের এশিয়াডের আসর। করোনার কারণে ২০২২ সালের জায়গায় ২০২৩ সালে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান গেমস। পশ্চিমবঙ্গ থেকে মোট ২৪ জন অ্যাথলিট যাচ্ছেন এশিয়ান গেমসে অংশ নিতে।
Most Read Stories