Star Performer : জোড়া ট্র্যাজিক নায়ক, এই দু-দিনের তারা কারা?

IPL 2023 : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শনি ও রবিবার ডাবল হেডার থাকে। এ সপ্তাহেও তাই ছিল। দু'দিনে চারটি ম্য়াচ। এ চারটির মধ্যে সেরা ম্যাচ বেছে নেওয়া যেতে পারে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংসকে। এই চার ম্য়াচে নজরকাড়া পারফরম্যান্স কাঁদের?

| Edited By: | Updated on: May 01, 2023 | 9:30 AM
যশস্বী জয়সোয়াল : অনবদ্য ইনিংস বললেও কম বলা হয়। রবিবার দিনের দ্বিতীয় ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝকঝকে শতরানের ইনিংস যশস্বী জয়সোয়ালের। ওয়াংখেড়েতে আইপিএলের সহস্রতম ম্য়াচে কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি যশস্বীর। যদিও দল জিততে পারেনি। (ছবি : আইপিএল)

যশস্বী জয়সোয়াল : অনবদ্য ইনিংস বললেও কম বলা হয়। রবিবার দিনের দ্বিতীয় ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঝকঝকে শতরানের ইনিংস যশস্বী জয়সোয়ালের। ওয়াংখেড়েতে আইপিএলের সহস্রতম ম্য়াচে কেরিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি যশস্বীর। যদিও দল জিততে পারেনি। (ছবি : আইপিএল)

1 / 7
রহমানুল্লা গুরবাজ : শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। কেকেআর হারলেও অনবদ্য একটা ইনিংস খেলেন গুরবাজ। এই দু-দিনের অন্যতম সেরা পারফরম্যান্স গুরবাজের। (ছবি : আইপিএল)

রহমানুল্লা গুরবাজ : শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স। কেকেআর হারলেও অনবদ্য একটা ইনিংস খেলেন গুরবাজ। এই দু-দিনের অন্যতম সেরা পারফরম্যান্স গুরবাজের। (ছবি : আইপিএল)

2 / 7
বিজয় শঙ্কর : শনিবার দিনের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চাপের পরিস্থিতিতে ছিল গুজরাট টাইটান্স। সেখান থেকে টাইটান্সকে সহজ জয় এনে দেন বিজয় শঙ্কর। এ বারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন। (ছবি : আইপিএল)

বিজয় শঙ্কর : শনিবার দিনের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চাপের পরিস্থিতিতে ছিল গুজরাট টাইটান্স। সেখান থেকে টাইটান্সকে সহজ জয় এনে দেন বিজয় শঙ্কর। এ বারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন। (ছবি : আইপিএল)

3 / 7
অভিষেক শর্মা : শনিবার দিনের দ্বিতীয় ম্য়াচটি রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছিল। শেষ অবধি জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন, তেমনই বল হাতেও নজর কেড়েছেন। (ছবি : আইপিএল)

অভিষেক শর্মা : শনিবার দিনের দ্বিতীয় ম্য়াচটি রুদ্ধশ্বাস পর্যায়ে পৌঁছেছিল। শেষ অবধি জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ব্য়াট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন, তেমনই বল হাতেও নজর কেড়েছেন। (ছবি : আইপিএল)

4 / 7
মিচেল মার্শ : দিল্লি ক্যাপিটালস এ মরসুমে হতাশাজনক পারফর্ম করছে। শুরুতে টানা পাঁচ ম্যাচে হেরেছিল দিল্লি। জোড়া ম্য়াচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল। সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র ৯ রানে হার। ৪ উইকেট এবং বিধ্বংসী একটা ইনিংস খেলেও ট্র্যাজিক নায়ক হয়ে থাকতে হয় মিচেল মার্শকে। (ছবি : আইপিএল)

মিচেল মার্শ : দিল্লি ক্যাপিটালস এ মরসুমে হতাশাজনক পারফর্ম করছে। শুরুতে টানা পাঁচ ম্যাচে হেরেছিল দিল্লি। জোড়া ম্য়াচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল। সানরাইজার্সের বিরুদ্ধে মাত্র ৯ রানে হার। ৪ উইকেট এবং বিধ্বংসী একটা ইনিংস খেলেও ট্র্যাজিক নায়ক হয়ে থাকতে হয় মিচেল মার্শকে। (ছবি : আইপিএল)

5 / 7
সিকান্দার রাজা : এ বারই প্রথম আইপিএলে সুযোগ পেয়েছিলেন। বেশ কিছু ম্য়াচে নজর কেড়েছেন। তবে রবিবার দিনের প্রথম ম্য়াচে চেন্নাইয়ের ডেরায় ধোনিদের হারানোর কার্যত অসাধ্য সাধন করেছেন রাজা। মাত্র ৭ বলে ১৩ রান করলেও পঞ্জাবের জয়ের নায়ক। (ছবি : আইপিএল)

সিকান্দার রাজা : এ বারই প্রথম আইপিএলে সুযোগ পেয়েছিলেন। বেশ কিছু ম্য়াচে নজর কেড়েছেন। তবে রবিবার দিনের প্রথম ম্য়াচে চেন্নাইয়ের ডেরায় ধোনিদের হারানোর কার্যত অসাধ্য সাধন করেছেন রাজা। মাত্র ৭ বলে ১৩ রান করলেও পঞ্জাবের জয়ের নায়ক। (ছবি : আইপিএল)

6 / 7
ডেভন কনওয়ে- এ বারের আইপিএলে আরও একটা অনবদ্য পারফরম্য়ান্স ডেভন কনওয়ের ব্যাটে। রবিবার দিনের প্রথম ম্য়াচে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কনওয়ে। টানা পাঁচ ম্য়াচে ৫০ প্লাস স্কোর তাঁর ব্য়াটে। অল্পের জন্য শতরান হাতছাড়া এই ম্য়াচে। (ছবি : আইপিএল)

ডেভন কনওয়ে- এ বারের আইপিএলে আরও একটা অনবদ্য পারফরম্য়ান্স ডেভন কনওয়ের ব্যাটে। রবিবার দিনের প্রথম ম্য়াচে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কনওয়ে। টানা পাঁচ ম্য়াচে ৫০ প্লাস স্কোর তাঁর ব্য়াটে। অল্পের জন্য শতরান হাতছাড়া এই ম্য়াচে। (ছবি : আইপিএল)

7 / 7
Follow Us: