IPL 2023 Century : আইপিএলে সেঞ্চুরির ছড়াছড়ি! কোহলি-গিলরা গড়েছেন বিরাট রেকর্ড
IPL 2023 : আইপিএল মানেই চার-ছক্কার ফুলঝুরি। কখনও চোখধাঁধানো একাধিক শট দেখা যায়। আবার কখনও দুর্ধর্ষ ফিল্ডিং থেকে ক্যাচও দেখা যায়। একাধিক হাফসেঞ্চুরি হয়। আর টি-২০ ফর্ম্যাটে যেহেতু আইপিএল হয়, তাই মাঝে মাঝে সেঞ্চুরির দেখাও মেলে। ইতিমধ্যেই এক মরসুমে সবচেয়ে বেশি শতরানের নজির গড়েছে ১৬তম আইপিএল। এ বারের আইপিএলের গ্রুপ পর্বে ১০টি শতরান হয়েছে।
Most Read Stories