IPL 2024: IPL-এর ইতিহাসে প্রথম বার দিল্লির জ্যাক ফ্রেজার গড়লেন এক বিশেষ ‘হ্যাটট্রিক’

Jake Fraser Mcgurk: বছর ২২ এর অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক দিল্লি ক্যাপিটালসের ওয়ান্ডার বয় হয়ে উঠেছেন। এ বারের আইপিএলে শুরুর দিকের কয়েকটি ম্যাচে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক খেলার সুযোগ পাননি। যে দিন থেকে তিনি আইপিএলে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সকলকে চমকে দিয়েছেন।

| Updated on: May 08, 2024 | 2:45 PM
আইপিএলের মঞ্চে তারুণের দাপট প্রতি মরসুমেই দেখা যায়। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার অন্যথা হচ্ছে না। আর ১৭তম আইপিএলের তরুণ ক্রিকেটারের কথা উঠলেই দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের কথা বলতেই হয়। (ছবি-বিসিসিআই)

আইপিএলের মঞ্চে তারুণের দাপট প্রতি মরসুমেই দেখা যায়। এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার অন্যথা হচ্ছে না। আর ১৭তম আইপিএলের তরুণ ক্রিকেটারের কথা উঠলেই দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের কথা বলতেই হয়। (ছবি-বিসিসিআই)

1 / 8
এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লাগে শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। (ছবি-বিসিসিআই)

এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লাগে শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসের হয়ে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। (ছবি-বিসিসিআই)

2 / 8
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২ এপ্রিল একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের আইপিএল অভিষেক হয়। (ছবি-বিসিসিআই)

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১২ এপ্রিল একানা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের আইপিএল অভিষেক হয়। (ছবি-বিসিসিআই)

3 / 8
এখনও অবধি চলতি আইপিএলে ঋষভ পন্থের টিমের ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক মোট ৭টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪টি অর্ধশতরান। (ছবি-বিসিসিআই)

এখনও অবধি চলতি আইপিএলে ঋষভ পন্থের টিমের ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক মোট ৭টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪টি অর্ধশতরান। (ছবি-বিসিসিআই)

4 / 8
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের টিমের বিরুদ্ধে ১৯ বলে অর্ধশতরান করেন। সেই সুবাদে তিনি গড়েছেন এক রেকর্ডও। (ছবি-বিসিসিআই)

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের টিমের বিরুদ্ধে ১৯ বলে অর্ধশতরান করেন। সেই সুবাদে তিনি গড়েছেন এক রেকর্ডও। (ছবি-বিসিসিআই)

5 / 8
আইপিএলের ইতিহাসে এই প্রথম বার অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ৩টি অর্ধশতরান করেছেন ২০টির কম বলে। জ্যাক তাঁর কেরিয়ারের সপ্তম আইপিএল ম্যাচে এই রেকর্ড গড়েছেন। (ছবি-বিসিসিআই)

আইপিএলের ইতিহাসে এই প্রথম বার অস্ট্রেলিয়ার তরুণ ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ৩টি অর্ধশতরান করেছেন ২০টির কম বলে। জ্যাক তাঁর কেরিয়ারের সপ্তম আইপিএল ম্যাচে এই রেকর্ড গড়েছেন। (ছবি-বিসিসিআই)

6 / 8
সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন। (ছবি-বিসিসিআই)

সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন। (ছবি-বিসিসিআই)

7 / 8
রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০-র কম বলে হাফসেঞ্চুরি করেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। উল্লেখ্য, এ বারের আইপিএলে জ্যাকের করা ২০-র কম বলে হাফসেঞ্চুরি ৩টি এসেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। (ছবি-বিসিসিআই)

রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০-র কম বলে হাফসেঞ্চুরি করেছেন জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক। উল্লেখ্য, এ বারের আইপিএলে জ্যাকের করা ২০-র কম বলে হাফসেঞ্চুরি ৩টি এসেছে অরুণ জেটলি স্টেডিয়ামে। (ছবি-বিসিসিআই)

8 / 8
Follow Us: