Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan Royals, IPL 2023: ধাওয়ানদের বিরুদ্ধে রয়্যালস দলের গেম চেঞ্জার হতে পারেন যাঁরা

নিজামের শহরে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে অনবদ্য ভূমিকা নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের ব্যাটিং ত্রয়ী যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং জস বাটলার। বল হাতে অনবদ্য যুজবেন্দ্র চাহাল এবং ট্রেন্ট বোল্ট। টানা দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য়ও রাজস্থানের ভরসা এই মুখগুলি।

| Edited By: | Updated on: Apr 05, 2023 | 1:28 PM
উদ্বোধনী আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে গত বারই প্রথম ফাইনাল অবধি পৌঁছায় তারা। অল্পের জন্য ট্রফি অধরা থেকে গিয়েছে সে বার। তবে এই দলটাকে নিয়ে সমর্থকরা ফের একবার স্বপ্ন দেখতে শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাটিং-বোলিং সব বিভাগেই অনবদ্য দেখিয়েছে রাজস্থানকে। বুধবার, পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যালসরা। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যাঁরা। (ছবি:টুইটার)

উদ্বোধনী আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে গত বারই প্রথম ফাইনাল অবধি পৌঁছায় তারা। অল্পের জন্য ট্রফি অধরা থেকে গিয়েছে সে বার। তবে এই দলটাকে নিয়ে সমর্থকরা ফের একবার স্বপ্ন দেখতে শুরু করেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে ব্যাটিং-বোলিং সব বিভাগেই অনবদ্য দেখিয়েছে রাজস্থানকে। বুধবার, পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যালসরা। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যাঁরা। (ছবি:টুইটার)

1 / 8
প্রথমেই আসা যাক দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের কথায়। রাজস্থানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সঞ্জু। সীমিত ওভারের ফরম্যাটের এই বিধ্বংসী ব্যাটার প্রথম ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। পঞ্জাবের বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখবেন স্যামসন?  (ছবি:টুইটার)

প্রথমেই আসা যাক দলের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের কথায়। রাজস্থানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সঞ্জু। সীমিত ওভারের ফরম্যাটের এই বিধ্বংসী ব্যাটার প্রথম ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেছেন। পঞ্জাবের বিরুদ্ধেও ধারাবাহিকতা বজায় রাখবেন স্যামসন? (ছবি:টুইটার)

2 / 8
বড় মঞ্চে নজর কেড়ে নেওয়ার প্রবণতা রয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে আইপিএলে নিজের চতুর্থ অর্ধশতরান করে ফেলেছেন যশস্বী। পঞ্জাবের বিরুদ্ধে দলকে ভালো সূচনা এনে দিতে তৎপর থাকবেন তিনি। (ছবি:টুইটার)

বড় মঞ্চে নজর কেড়ে নেওয়ার প্রবণতা রয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে আইপিএলে নিজের চতুর্থ অর্ধশতরান করে ফেলেছেন যশস্বী। পঞ্জাবের বিরুদ্ধে দলকে ভালো সূচনা এনে দিতে তৎপর থাকবেন তিনি। (ছবি:টুইটার)

3 / 8
রাজস্থানকে সবচেয়ে বেশি স্বস্তিতে রেখেছে জস বাটলারের বিধ্বংসী ফর্ম। গত ম্যাচে ২২ বলে ৫৪ রানের ইনিংসে তাণ্ডবলীলা চালান। গত মরসুমে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন ‘জস দ্য বস’। (ছবি:টুইটার)

রাজস্থানকে সবচেয়ে বেশি স্বস্তিতে রেখেছে জস বাটলারের বিধ্বংসী ফর্ম। গত ম্যাচে ২২ বলে ৫৪ রানের ইনিংসে তাণ্ডবলীলা চালান। গত মরসুমে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন ‘জস দ্য বস’। (ছবি:টুইটার)

4 / 8
রাজস্থান ওপেনারকে সামলাতে হিমশিম খেতে হবে পঞ্জাবের বোলারদের। বাটলারের বিরুদ্ধে পঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংয়ের রেকর্ড খুবই ভালো। তাঁদের দ্বৈরথের দিকে থাকবে নজর। (ছবি:টুইটার)

রাজস্থান ওপেনারকে সামলাতে হিমশিম খেতে হবে পঞ্জাবের বোলারদের। বাটলারের বিরুদ্ধে পঞ্জাব কিংসের পেসার অর্শদীপ সিংয়ের রেকর্ড খুবই ভালো। তাঁদের দ্বৈরথের দিকে থাকবে নজর। (ছবি:টুইটার)

5 / 8
রাজস্থানের মূল শক্তি দলের বিদেশিরা। সিমরন হেটমায়ারের মতো টি-২০ স্পেশালিস্ট ব্যাটার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। (ছবি:টুইটার)

রাজস্থানের মূল শক্তি দলের বিদেশিরা। সিমরন হেটমায়ারের মতো টি-২০ স্পেশালিস্ট ব্যাটার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। (ছবি:টুইটার)

6 / 8
রাজস্থানের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট। গত ম্যাচে এক ওভারে দুটো উইকেট নিয়ে বিপক্ষের ব্যাটিং বিভাগকে নড়বড়ে করে দিয়েছিলেন। পঞ্জাবের ব্যাটারদের বোল্ট কতটা ধাক্কা দিতে পারেন দেখা যাক।(ছবি:টুইটার)

রাজস্থানের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট। গত ম্যাচে এক ওভারে দুটো উইকেট নিয়ে বিপক্ষের ব্যাটিং বিভাগকে নড়বড়ে করে দিয়েছিলেন। পঞ্জাবের ব্যাটারদের বোল্ট কতটা ধাক্কা দিতে পারেন দেখা যাক।(ছবি:টুইটার)

7 / 8
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল ১৭ রান খরচ করে চার উইকেট নিয়েছিলেন। পার্পল ক্যাপের দৌড়ে থাকা যুজির অভিজ্ঞতা পঞ্জাব ব্যাটারদের বড় আশঙ্কার জায়গা। নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর জুটি যে কোনও দলের কাছে বড় চ্যালেঞ্জ। (ছবি:টুইটার)

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল ১৭ রান খরচ করে চার উইকেট নিয়েছিলেন। পার্পল ক্যাপের দৌড়ে থাকা যুজির অভিজ্ঞতা পঞ্জাব ব্যাটারদের বড় আশঙ্কার জায়গা। নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তাঁর জুটি যে কোনও দলের কাছে বড় চ্যালেঞ্জ। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us:
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'