Asia Cup 2023 : এশিয়া কাপে সঞ্চালনার দায়িত্ব যে সুন্দরীদের উপর
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 24, 2023 | 9:25 AM
৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ছয় দলের এই টুর্নামেন্ট খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি দেশে। টুর্নামেন্টের জন্য ধারাভাষ্যকার এবং সঞ্চালকদের তালিকা সামনে এসেছে। সঞ্চালকদের মধ্যে কারা কারা রয়েছেন দেখা যাক।
1 / 8
এশিয়া কাপের সঞ্চালকদের মধ্যে অতি পরিচিত নামগুলি রয়েছে। আমার কম পরিচিত নামও দেখা যাচ্ছে। যাঁদের টিভির পর্দায় দেখা যাবে ম্যাচের আগে, বিরতিতে এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণে। (ছবি: ইনস্টাগ্রাম)
2 / 8
তালিকার শুরুতেই রয়েছেন বিখ্যাত সঞ্চালক ময়ান্তি ল্যাঙ্গার বিনি। অভিজ্ঞ ময়ান্তিকে এবারের এশিয়া কাপে দেখা যাবে। (ছবি: ইনস্টাগ্রাম)
3 / 8
ময়ান্তি সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ। ৭.৫ লাখের মতো ফলোয়ার্স রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন পোস্ট করে থাকেন। (ছবি: ইনস্টাগ্রাম)
4 / 8
পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক জইনব আব্বাস। সম্প্রচরকারী চ্যানেল স্টার স্পোর্টসের হয়ে এশিয়া কাপে দেখা যাবে তাঁকেও। বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সঞ্চালনায় পরিচিত মুখ এই পাক সুন্দরী। (ছবি: ইনস্টাগ্রাম)
5 / 8
আইসিসি, পিসিবি, স্টার স্পোর্টস, স্কাই স্পোর্টস, সোনি সহ বিভিন্ন চ্যানেলের হয়ে সঞ্চালনা করতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি: ইনস্টাগ্রাম)
6 / 8
জইনব ইনস্টাগ্রামে ভীষণ জনপ্রিয়। ৮.৫ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। কেরিয়ার সামলানোর পাশাপাশি সংসার এবং সন্তানের দেখভাল করেন। (ছবি: ইনস্টাগ্রাম)
7 / 8
তালিকায় রয়েছেন জৈতি খেরা। মূলত জৈতি একজন অভিনেতা। কোটা ফ্যাক্টরি সিজন ২, দিল্লি ক্রাইম সিজন ১ এ দেখা গিয়েছে তাঁকে। এ বারের আইপিএলে জৈতিকে টিভি প্রেজেন্টার হিসেবে দেখা গিয়েছে। (ছবি: ইনস্টাগ্রাম)
8 / 8
সঞ্চালক হিসেবে সবে কেরিয়ার শুরু করেছেন জৈতি। তাই উপরোক্ত সঞ্চলকদের মতো অতটাও পরিচিত নন। এশিয়া কাপ তাঁর কেরিয়ারে বড় সুযোগ। (ছবি: ইনস্টাগ্রাম)