ICC ODI World Cup 2023: বিশ্বকাপের মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন যাঁরা, তাঁদের মনের মানুষদের চেনেন?

Cricketer's Wives: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন ম্যাকরামের জীবনেন রয়েছেন নিকোল ড্যানিয়েল ও'কনর। কম দিন নয়, বিগত ৯ বছর ধরে একে-অপরকে ভালোবাসছেন তাঁরা। নিকোলের নিজস্ব একটি বেকারি রয়েছে। এছাড়াও তিনি একটি চ্য়ারিটি সংস্থার সঙ্গে যুক্ত।

| Edited By: | Updated on: Oct 11, 2023 | 3:24 PM
বাইশ গজে দাপিয়ে বেড়ান যে ক্রিকেটাররা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্য়ানেদের,কথায় বলে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। তবে এই সব ক্রিকেটারদের জীবনে কোন নারীরা আছেন জানেন?

বাইশ গজে দাপিয়ে বেড়ান যে ক্রিকেটাররা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্য়ানেদের,কথায় বলে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে। তবে এই সব ক্রিকেটারদের জীবনে কোন নারীরা আছেন জানেন?

1 / 9
ভারতীয় তারকা বিরাট কোহলির জীবনে রয়েছে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এখন এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। কিং কোহলি কিন্তু ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এই বিশ্বাসী। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং-এ প্রথম দেখাতেই সুন্দরী অভিনেত্রীকে মন দিয়ে বসেন তিনি

ভারতীয় তারকা বিরাট কোহলির জীবনে রয়েছে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। এখন এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। কিং কোহলি কিন্তু ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এই বিশ্বাসী। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিং-এ প্রথম দেখাতেই সুন্দরী অভিনেত্রীকে মন দিয়ে বসেন তিনি

2 / 9
অজি তারকা ডেভিড ওয়ার্নার বাস্তবে একদম ফ্যামিলি ম্যান। পরিবার ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না তিনি। ডেভিডের জীবেন রয়েছেন তাঁর প্রেম ক্যান্ডিস ওয়ার্নার। ক্যান্ডিস পেশায় মডেল। ওয়ার্নারের ছায়াসঙ্গী বলা যায় তাঁকে। ডেভিড ও ক্য়ান্ডিসের কোল জুড়ে রয়েছে তাঁদের তিন কন্যা সন্তান।

অজি তারকা ডেভিড ওয়ার্নার বাস্তবে একদম ফ্যামিলি ম্যান। পরিবার ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না তিনি। ডেভিডের জীবেন রয়েছেন তাঁর প্রেম ক্যান্ডিস ওয়ার্নার। ক্যান্ডিস পেশায় মডেল। ওয়ার্নারের ছায়াসঙ্গী বলা যায় তাঁকে। ডেভিড ও ক্য়ান্ডিসের কোল জুড়ে রয়েছে তাঁদের তিন কন্যা সন্তান।

3 / 9
ডাচ তারকা কলিন অ্যাকারম্যানের জীবনে রয়েছেন রবীন। ২০১৮ সালে তাঁকে বিয়ে করেন অ্যাকারম্যান। এখন চুটিয়ে সংসার করছেন দু'জনে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ডাচ প্লেয়ার।দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও নেদারল্য়ান্ডসের হয়ে খেলেন তিনি।

ডাচ তারকা কলিন অ্যাকারম্যানের জীবনে রয়েছেন রবীন। ২০১৮ সালে তাঁকে বিয়ে করেন অ্যাকারম্যান। এখন চুটিয়ে সংসার করছেন দু'জনে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ডাচ প্লেয়ার।দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও নেদারল্য়ান্ডসের হয়ে খেলেন তিনি।

4 / 9
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানজীবনে রয়েছেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। রূপের ছটায় যেকোনও বলিউড অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তিনি। সাকিবের প্রেমের কাহিনিটা একটু আলাদা। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়ে এই সুন্দরীর সঙ্গে আলাপ হয় সাকিবের। সেখান থেকেই প্রেম। উম্মে ইংল্যান্ডে বড় হয়ে উঠলেও তাঁরা বাবা-মা বাংলাদেশের। পেশায় সাকিব-পত্নী একজন মডেল ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানজীবনে রয়েছেন তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির। রূপের ছটায় যেকোনও বলিউড অভিনেত্রীকে টক্কর দিতে পারেন তিনি। সাকিবের প্রেমের কাহিনিটা একটু আলাদা। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়ে এই সুন্দরীর সঙ্গে আলাপ হয় সাকিবের। সেখান থেকেই প্রেম। উম্মে ইংল্যান্ডে বড় হয়ে উঠলেও তাঁরা বাবা-মা বাংলাদেশের। পেশায় সাকিব-পত্নী একজন মডেল ও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।

5 / 9
পাক ক্রিকেটার হাসান আলি মজেছেন শামিয়া অরজুতে। শামিয়া একজন ভারতীয়। অপূর্ব সুন্দরী তিনি। ২০২৯ সালে বিয়ে করেন এই জুটি। সুদূর দুবাইতে সম্পন্ন হয় তাঁদের নিকাহ-এর অনুষ্ঠান।

পাক ক্রিকেটার হাসান আলি মজেছেন শামিয়া অরজুতে। শামিয়া একজন ভারতীয়। অপূর্ব সুন্দরী তিনি। ২০২৯ সালে বিয়ে করেন এই জুটি। সুদূর দুবাইতে সম্পন্ন হয় তাঁদের নিকাহ-এর অনুষ্ঠান।

6 / 9
কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের মনে রয়েছেন তাঁর স্ত্রী নিকোল ম্য়াকুলে। ব্য়ক্তিগত জীবন নিয়ে বেশ চাপা এই জুটি। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দু'একটি ছবি পাওয়া যায় একসঙ্গে। ২০২১ সালে তাঁদের কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান।

কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের মনে রয়েছেন তাঁর স্ত্রী নিকোল ম্য়াকুলে। ব্য়ক্তিগত জীবন নিয়ে বেশ চাপা এই জুটি। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দু'একটি ছবি পাওয়া যায় একসঙ্গে। ২০২১ সালে তাঁদের কোল জুড়ে এসেছে এক ফুটফুটে পুত্র সন্তান।

7 / 9
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন ম্যাকরামের জীবনে রয়েছেন নিকোল ড্যানিয়েল ও'কনর। কম দিন নয়, বিগত ৯ বছর ধরে একে-অপরকে ভালোবাসছেন তাঁরা। নিকোলের নিজস্ব একটি বেকারি রয়েছে। এছাড়াও তিনি একটি চ্য়ারিটি সংস্থার সঙ্গে যুক্ত।

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন ম্যাকরামের জীবনে রয়েছেন নিকোল ড্যানিয়েল ও'কনর। কম দিন নয়, বিগত ৯ বছর ধরে একে-অপরকে ভালোবাসছেন তাঁরা। নিকোলের নিজস্ব একটি বেকারি রয়েছে। এছাড়াও তিনি একটি চ্য়ারিটি সংস্থার সঙ্গে যুক্ত।

8 / 9
শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিসের  স্ত্রী হবে নিশেল। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। তাঁদের জীবেনর নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করে।

শ্রীলঙ্কান তারকা কুশল মেন্ডিসের স্ত্রী হবে নিশেল। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। তাঁদের জীবেনর নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করে।

9 / 9
Follow Us: