MS Dhoni: বাড়ি রাঙিয়েছিলেন CSK-র রঙে, বড় ফ্যান হারালেন ধোনি
CSK: বছর চারেক আগে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এবং তাঁর আইপিএল টিম চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এক ভক্ত খবরের শিরোনামে এসেছিলেন। ধোনির প্রতি ভালোবাসা প্রকাশ করতে তাঁর এক বিরাট ভক্ত নিজের বাড়ি রাঙিয়েছিলেন হলুদ রঙ-এ। এবং বাড়ির চারিদিকে ছিল মহেন্দ্র সিং ধোনি এবং সিএসকের ছোঁয়া। এ বার সেই বড় ভক্তকে হারালেন ধোনি।
Most Read Stories