Nitish Kumar Reddy: MCG-তে নীতীশ ‘রাজ’, রেকর্ডবুকে সেঞ্চুরিয়ন একুশের ‘অষ্টম’ আশ্চর্য

Dec 28, 2024 | 12:44 PM

India vs Australia, Boxing Day Test: বয়স তাঁর মাত্র ২১ বছর ২১৪ দিন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কার্যত ব্যাট হাতে অজিদের করলেন ছারখার। কথা হচ্ছে ভারতীয় তরুণ অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে।

1 / 8
বর্ডার গাভাসকর ট্রফিতে অ্যাকশনে দেখা যাচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। বক্সিং ডে টেস্টে এ বার MCG দেখল নীতীশ 'রাজ'। তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত ১০৫ রানে। (Pic Credit: Getty Images)

বর্ডার গাভাসকর ট্রফিতে অ্যাকশনে দেখা যাচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে। বক্সিং ডে টেস্টে এ বার MCG দেখল নীতীশ 'রাজ'। তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত ১০৫ রানে। (Pic Credit: Getty Images)

2 / 8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম ইনিংসে আটে নেমেছিলেন নীতীশ কুমার রেড্ডি। সেই সময় ভারত অনেকটাই চাপে ছিল। (Pic Credit: Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম ইনিংসে আটে নেমেছিলেন নীতীশ কুমার রেড্ডি। সেই সময় ভারত অনেকটাই চাপে ছিল। (Pic Credit: Getty Images)

3 / 8
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আটে নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড এতদিন ছিল অনিল কুম্বলের। ৮৭ রান করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কোচ। তরুণ তুর্কি নীতীশ তাঁকে ছাপিয়ে যান চা বিরতির পরই। (Pic Credit: Getty Images)

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আটে নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড এতদিন ছিল অনিল কুম্বলের। ৮৭ রান করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা কোচ। তরুণ তুর্কি নীতীশ তাঁকে ছাপিয়ে যান চা বিরতির পরই। (Pic Credit: Getty Images)

4 / 8
মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান নীতীশ কুমার রেড্ডি। মিড অন ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারি মেরে তিন অঙ্কের রান পূর্ণ করেন নীতীশ। (Pic Credit: Getty Images)

মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান নীতীশ কুমার রেড্ডি। মিড অন ফিল্ডারের উপর দিয়ে বাউন্ডারি মেরে তিন অঙ্কের রান পূর্ণ করেন নীতীশ। (Pic Credit: Getty Images)

5 / 8
এমসিজির গ্যালারিতে হাজির ছিলেন নীতীশ কুমার রেড্ডির বাবা। ছেলের সেঞ্চুরি পূর্ণ হতে দেখেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা। একইসঙ্গে দেখা যায় দুই হাত জোড় করে ঈশ্বরকে যেন ধন্যবাদ জানাচ্ছিলেন নীতীশের বাবা। (Pic Credit: Getty Images)

এমসিজির গ্যালারিতে হাজির ছিলেন নীতীশ কুমার রেড্ডির বাবা। ছেলের সেঞ্চুরি পূর্ণ হতে দেখেই কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা। একইসঙ্গে দেখা যায় দুই হাত জোড় করে ঈশ্বরকে যেন ধন্যবাদ জানাচ্ছিলেন নীতীশের বাবা। (Pic Credit: Getty Images)

6 / 8
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথম বার কোনও ক্রিকেটার আট নম্বরে নেমে সেঞ্চুরি করলেন। এই কীর্তির সুবাদে এক বিরল রেকর্ডের মালিক হলেন নীতীশ। (Pic Credit: Getty Images)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথম বার কোনও ক্রিকেটার আট নম্বরে নেমে সেঞ্চুরি করলেন। এই কীর্তির সুবাদে এক বিরল রেকর্ডের মালিক হলেন নীতীশ। (Pic Credit: Getty Images)

7 / 8
অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি নীতীশের। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের (১৮ বছর ২৫৩দিনে)। তালিকায় দুইয়ে ঋষভ পন্থ (২১ বছর ৯১দিনে)। (Pic Credit: Getty Images)

অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি নীতীশের। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি সচিন তেন্ডুলকরের (১৮ বছর ২৫৩দিনে)। তালিকায় দুইয়ে ঋষভ পন্থ (২১ বছর ৯১দিনে)। (Pic Credit: Getty Images)

8 / 8
২২ নভেম্বর পারথে টেস্ট ডেবিউ হয়েছে নীতীশ কুমার রেড্ডির। তিনি টেস্ট ডেবিউ ক্যাপ পান বিরাট কোহলির হাত থেকে। নীতীশ ছেলেবেলা থেকেই বিরাটকে নিজের আদর্শ মনে করেন। তাঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন। অজি সফরে তা পূরণ হওয়ায় নিজেকে ভাগ্যবানও বলেছেন নীতীশ। (Pic Credit: Getty Images)

২২ নভেম্বর পারথে টেস্ট ডেবিউ হয়েছে নীতীশ কুমার রেড্ডির। তিনি টেস্ট ডেবিউ ক্যাপ পান বিরাট কোহলির হাত থেকে। নীতীশ ছেলেবেলা থেকেই বিরাটকে নিজের আদর্শ মনে করেন। তাঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখতেন। অজি সফরে তা পূরণ হওয়ায় নিজেকে ভাগ্যবানও বলেছেন নীতীশ। (Pic Credit: Getty Images)

Next Photo Gallery
IND vs WI 3rd ODI: দীপ্তি শর্মার ছয়, রেনুকার চার! ওয়েস্ট ইন্ডিজকে ক্লিনসুইপ করল ভারত
Mohun Bagan: নতুন বছরের ‘বড়’ উপহার নিতে মোহনবাগানে ফ্যানেদের লম্বা লাইন