Yuvraj Singh’s Love Story: কীভাবে বিদেশিনীর প্রেমে মজেছিলেন বাইশ গজের প্রাক্তন সুপারস্টার যুবরাজ?

Yuvraj Singh: যুবরাজ কে, কী করেন তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না হ্যাজলের। ধীরে-ধীরে যুবির সম্মন্ধে জানতে শুরু করেন তিনি। ততদিনে জল গড়িয়েছে বহুদূর। একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা।এরপর ২০১৫ সালে বিদেশিনীর সঙ্গে বাগদান সেরে ফেলেন যুবি। প্রেমের শরুটা কীভাবে হয়েছিল? সেই গল্প হার মানাবে বলিউড সিনেমাকে। জানুন যুবরাজের সেই অজানা প্রেমের কাহিনি।

| Edited By: | Updated on: Dec 12, 2023 | 9:30 AM
২০০৭ টি-২০ বিশ্বকাপ। যুবরাজ সিংয়ের এর ওভারে ছয় ছক্কার কথা বোধ হয় আজীবন ক্রিকেটে স্মরনীয় হয়ে থাকবে। দেশের জার্সিতে একের পর এক দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন যুবি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

২০০৭ টি-২০ বিশ্বকাপ। যুবরাজ সিংয়ের এর ওভারে ছয় ছক্কার কথা বোধ হয় আজীবন ক্রিকেটে স্মরনীয় হয়ে থাকবে। দেশের জার্সিতে একের পর এক দুরন্ত সব ইনিংস উপহার দিয়েছেন যুবি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 8
যুবরাজ মানে লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। জীবনের বাইশ গজে কীভাবে ক্যানসারকে হারিয়ে প্রত্যাবর্তন করেছিলেন, তা আজীবন উদাহরণ হিসেবে থেকে যাবে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

যুবরাজ মানে লড়াইয়ের অন্যতম অনুপ্রেরণা। জীবনের বাইশ গজে কীভাবে ক্যানসারকে হারিয়ে প্রত্যাবর্তন করেছিলেন, তা আজীবন উদাহরণ হিসেবে থেকে যাবে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
২০১১ বিশ্বকাপেও নজর কাড়া পারফরম্যান্স। সে বার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতে নেন। টানা রক্তবমি করেও হাল ছাড়েননি তিনি। চোয়াল চাপা জেদ নিয়ে লড়ে গিয়েছেন শেষ পর্যন্ত। (ছবি:সোশ্যাল মিডিয়া)

২০১১ বিশ্বকাপেও নজর কাড়া পারফরম্যান্স। সে বার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতে নেন। টানা রক্তবমি করেও হাল ছাড়েননি তিনি। চোয়াল চাপা জেদ নিয়ে লড়ে গিয়েছেন শেষ পর্যন্ত। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
ব্যক্তিগত জীবনেও বাজিমাত করেছেন যুবি। একসময় ভারতীয় দলে তাঁকে 'মোস্ট এলিজেনব ব্যাচেলর' বলা হত। যুবির প্রেমের গুঞ্জনে ভরে থাকত সংবাদপত্র থেকে টেলিভিশন পর্দা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ব্যক্তিগত জীবনেও বাজিমাত করেছেন যুবি। একসময় ভারতীয় দলে তাঁকে 'মোস্ট এলিজেনব ব্যাচেলর' বলা হত। যুবির প্রেমের গুঞ্জনে ভরে থাকত সংবাদপত্র থেকে টেলিভিশন পর্দা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
একাধিক বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জুড়েছিল তাঁর। তবে শেষমেশ হ্যাজল কিচের প্রেমে মজেন যুবরাজ। কীভাবে প্রেমের শুরু?(ছবি:সোশ্যাল মিডিয়া)

একাধিক বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জুড়েছিল তাঁর। তবে শেষমেশ হ্যাজল কিচের প্রেমে মজেন যুবরাজ। কীভাবে প্রেমের শুরু?(ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
হ্যাজলের জন্ম ইংল্যান্ডে। পেশায় মডেল ও অভিনেত্রী তিনি। বলিউডেও কাজ করেছেন। এক কমন ফ্রেন্ডের সুবাদে একটি পার্টিতে আলাপ হয় দু'জনের। (ছবি:সোশ্যাল মিডিয়া)

হ্যাজলের জন্ম ইংল্যান্ডে। পেশায় মডেল ও অভিনেত্রী তিনি। বলিউডেও কাজ করেছেন। এক কমন ফ্রেন্ডের সুবাদে একটি পার্টিতে আলাপ হয় দু'জনের। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
যুবরাজ কে, কী করেন তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না হ্যাজলের। ধীরে-ধীরে যুবির সম্মন্ধে জানতে শুরু করেন তিনি। ততদিনে জল গড়িয়েছে বহুদূর। একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

যুবরাজ কে, কী করেন তা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না হ্যাজলের। ধীরে-ধীরে যুবির সম্মন্ধে জানতে শুরু করেন তিনি। ততদিনে জল গড়িয়েছে বহুদূর। একে অপরকে ভালোবেসে ফেলেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
এরপর ২০১৫ সালে বিদেশিনীর সঙ্গে বাগদান সেরে ফেলেন যুবি। বিয়ে হয় ২০১৬ সালের ৩০ নভেম্বর। এখন পুত্র ও কন্যা সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের।(ছবি:সোশ্যাল মিডিয়া)

এরপর ২০১৫ সালে বিদেশিনীর সঙ্গে বাগদান সেরে ফেলেন যুবি। বিয়ে হয় ২০১৬ সালের ৩০ নভেম্বর। এখন পুত্র ও কন্যা সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের।(ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8
Follow Us: