AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birthday Of Jasprit Bumrah: জন্মদিনে ফিরে দেখা বুমরার বলিউডি প্রেম কাহিনি

Love Story of Bumrah: সেখান থেকেই বন্ধুত্ব। যদিও সেই বন্ধুত্ব প্রেম পর্যন্ত গড়াতে বেশি সময় নেয়নি। তবে কখনই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা।দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। গোয়ার বসেছিল জমকালো ডেস্টিনেশন ওয়োডিংয়ের আসর।

| Edited By: | Updated on: Dec 06, 2023 | 5:53 PM
Share
আজ ৬ ডিসেম্বর, ৩০ বছরে পা দিলেন ভারতের অন্যতম জনপ্রিয় পেসার জসপ্রীত বুমরার। দেশের জার্সিতে বরাবর নজর কাড়েন বুমরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

আজ ৬ ডিসেম্বর, ৩০ বছরে পা দিলেন ভারতের অন্যতম জনপ্রিয় পেসার জসপ্রীত বুমরার। দেশের জার্সিতে বরাবর নজর কাড়েন বুমরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

1 / 8
বর্নময় কেরিয়ার তাঁর। একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। তেইশের বিশ্বকাপও দলের  হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

বর্নময় কেরিয়ার তাঁর। একের পর এক দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। তেইশের বিশ্বকাপও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

2 / 8
ক্রিকেটই তাঁর কাছে সব। আর বাইশ গজ থেকেই খুঁজে পেয়েছিলেন জীবন সঙ্গীনীকে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বুমরার প্রেমের কাহিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেটই তাঁর কাছে সব। আর বাইশ গজ থেকেই খুঁজে পেয়েছিলেন জীবন সঙ্গীনীকে। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বুমরার প্রেমের কাহিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

3 / 8
ক্রিকেটের দৌলতেই স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে পরিচয় হয় বুমরার। সঞ্জনা পেশায় ক্রীড়া সঞ্চালক। বহু ক্রিকেটের ইভেন্টে ধারাভাষ্য় দিতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেটের দৌলতেই স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে পরিচয় হয় বুমরার। সঞ্জনা পেশায় ক্রীড়া সঞ্চালক। বহু ক্রিকেটের ইভেন্টে ধারাভাষ্য় দিতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

4 / 8
ক্রিকেটের পাশাপাশি প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট সম্পর্কিত এক সাক্ষৎকারে বুমরার সঙ্গে আলাপ হয় সঞ্জনার। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্রিকেটের পাশাপাশি প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ক্রিকেট সম্পর্কিত এক সাক্ষৎকারে বুমরার সঙ্গে আলাপ হয় সঞ্জনার। (ছবি:সোশ্যাল মিডিয়া)

5 / 8
সেখান থেকেই বন্ধুত্ব। যদিও সেই বন্ধুত্ব প্রেম পর্যন্ত গড়াতে বেশি সময় নেয়নি। তবে কখনই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

সেখান থেকেই বন্ধুত্ব। যদিও সেই বন্ধুত্ব প্রেম পর্যন্ত গড়াতে বেশি সময় নেয়নি। তবে কখনই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

6 / 8
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালে  বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। গোয়ার বসেছিল জমকালো ডেস্টিনেশন ওয়োডিংয়ের আসর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুটি। গোয়ার বসেছিল জমকালো ডেস্টিনেশন ওয়োডিংয়ের আসর। (ছবি:সোশ্যাল মিডিয়া)

7 / 8
 চলতি বছরেই বুমরা ও সঞ্জনার কোল আলো করে এসেছে পুত্র সন্তান অঙ্গদ। এখন তাকে ঘিরেই বাঁচার রসদ খুজে নিচ্ছেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

চলতি বছরেই বুমরা ও সঞ্জনার কোল আলো করে এসেছে পুত্র সন্তান অঙ্গদ। এখন তাকে ঘিরেই বাঁচার রসদ খুজে নিচ্ছেন তাঁরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

8 / 8