AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anil Kumble: ১০ উইকেটের ২৫ বছর পূর্তি, পাকিস্তানকে ধুয়ে-মুছে দিয়েছিলেন কুম্বলে

On This Day: জাম্বো ম্যাজিকে আজকের দিনে কুপোকাত হয়েছিল পাকিস্তান। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি ইতিহাস লিখেছিলেন ভারতীয় তারকা অনিল কুম্বলে। দেশের মাটিতে একাই তিনি সে দিন সাবাড় করেছিলেন প্রতিপক্ষ দলের ১০টি উইকেট। ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার কুম্বলে।

| Updated on: Feb 07, 2024 | 12:42 PM
Share
৭ ফেব্রুয়ারি দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খুবই স্মরণীয়। কারণ আজকের দিনে ইতিহাস গড়েছিলেন ভারতীয় প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

৭ ফেব্রুয়ারি দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে খুবই স্মরণীয়। কারণ আজকের দিনে ইতিহাস গড়েছিলেন ভারতীয় প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
সে বার পাকিস্তান ভারত সফরে এসেছিল। সালটা ছিল ১৯৯৯। ভারত-পাকিস্তান দ্বিতীয় টেস্টে অনিল কুম্বলে একাই পাকিস্তানের এক ইনিংসে ১০টি উইকেট তুলে নিয়েছিলেন। (ছবি- অনিল কুম্বলের সোশ্যাল মিডিয়া সাইট X)

সে বার পাকিস্তান ভারত সফরে এসেছিল। সালটা ছিল ১৯৯৯। ভারত-পাকিস্তান দ্বিতীয় টেস্টে অনিল কুম্বলে একাই পাকিস্তানের এক ইনিংসে ১০টি উইকেট তুলে নিয়েছিলেন। (ছবি- অনিল কুম্বলের সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। (ছবি-সিএসকে X)

ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। (ছবি-সিএসকে X)

3 / 8
আজ ৭ ফেব্রুয়ারি জাম্বো ম্যাজিকের ২৫ বছর পূর্তি। ২৫ বছর আগে আজকের দিনে অনিল কুম্বলে একাই ১০টি উইকেট নিয়ে পাকিস্তানকে ধুয়ে-মুঝে দিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

আজ ৭ ফেব্রুয়ারি জাম্বো ম্যাজিকের ২৫ বছর পূর্তি। ২৫ বছর আগে আজকের দিনে অনিল কুম্বলে একাই ১০টি উইকেট নিয়ে পাকিস্তানকে ধুয়ে-মুঝে দিয়েছিলেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
সেই ম্যাচে টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া তোলে ২৫২ রান। এরপর পাকিস্তান প্রথম ইনিংসে  গুটিয়ে যায় ১৭২ রানে। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন অনিল কুম্বলে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

সেই ম্যাচে টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া তোলে ২৫২ রান। এরপর পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। প্রথম ইনিংসে ৪টি উইকেট নেন অনিল কুম্বলে। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৯ রান। তার ফলে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪২০ রান। সেখানে ২০৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ২৬.৩ ওভার বল করে ৭৪ রান দিয়ে ১০টি উইকেট তুলে নেন জাম্বো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ৩৩৯ রান। তার ফলে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৪২০ রান। সেখানে ২০৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ২৬.৩ ওভার বল করে ৭৪ রান দিয়ে ১০টি উইকেট তুলে নেন জাম্বো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
অনিল কুম্বলে দাপুটে বোলিংয়ে সেই টেস্ট ভারত ২১২ রানের বিরাট ব্যবধানে জিতেছিল। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জিম লেকার, অনিল কুম্বলের পর নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল তৃতীয় বোলার যিনি এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

অনিল কুম্বলে দাপুটে বোলিংয়ে সেই টেস্ট ভারত ২১২ রানের বিরাট ব্যবধানে জিতেছিল। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে জিম লেকার, অনিল কুম্বলের পর নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল তৃতীয় বোলার যিনি এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
আজকের বিশেষ দিনটিকে স্মরণ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচে অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছে। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

আজকের বিশেষ দিনটিকে স্মরণ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ম্যাচে অনিল কুম্বলের ১০ উইকেট নেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছে। নেটদুনিয়ায় ঘুরছে সেই ভিডিয়ো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8