ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টাররা। রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের ম্যাচে খেলছেন অনেকেই।
এর মধ্যে যেমন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিলরা রয়েছেন, তেমনই ঋষভ পন্থ-রবীন্দ্র জাডেজারাও।
রাজকোটে ঘরের মাঠে দিল্লির মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। জাডেজার দাপটে ঋষভ পন্থের দিল্লিকে দু-দিনেই হারাল সৌরাষ্ট্র।
ঋষভ পন্থ ফিরলেও তিনি অবশ্য নেতৃত্ব দেননি। আয়ুষ বাদোনির নেতৃত্বে নেমেছিল দিল্লি। টস জিতে ব্যাটিং নিয়েছিল। চতুর্থ ইনিংসে স্পিন সামলাতে যে আরও কঠিন হবে বুঝতে পেরেছিলেন। তাতেও সমস্যা মেটেনি।
প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানেই শেষ দিল্লি। সর্বাধিক স্কোর ক্যাপ্টেন আয়ুষ বাদোনির (৬০)। তারকা ব্যাটার ঋষভের অবদান ১ রান। রবীন্দ্র জাডেজা ৫ এবং ধর্মেন্দ্রসিং জাডেজা ৩ উইকেট। দুই স্পিনারের দাপট।
সৌরাষ্ট্র প্রথম ইনিংসে করে ২৭১ রান। অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা ব্যর্থ হলেও সমস্যা হয়নি। ওপেনার তথা কিপার ব্যাটার হার্ভিক দেশাই ৯৩ রান করেন। এ ছাড়াও ৬২ রানের ইনিংস অর্পিত বাসাবড়ার।
প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড। দ্বিতীয় ইনিংসে ফের জাডেজার দাপট। একাই নেন সাত উইকেট! রবীন্দ্র জাডেজার অনবদ্য বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে দিল্লি শেষ ৯৪ রানেই। পন্থ ১৭ রান করেন। সর্বাধিক ৪৪ রান ক্যাপ্টেন বাদোনির।
সৌরাষ্ট্রর সামনে লক্ষ্য ছিল মাত্র ১২ রান। ১০ উইকেটেই জয়। ম্যাচে একডজন উইকেট নিয়ে সেরার পুরস্কার রবীন্দ্র জাডেজার। সব ছবি: PTI