Ravichandran Ashwin: IPL-এ অশ্বিনের হলুদ জার্সির হাতছানি! প্রায় এক যুগ পর ঘর ওয়াপসি?

CSK, IPL 2025: আইপিএলের জন্মলগ্নের সময় চেন্নাই সুপার কিংস নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। ওই দলের হয়ে ২ বার আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিলেন অশ্বিন। এরপর ২০১৫ সালে সিএসকে জার্সিতে শেষ বার খেলেন ভারতীয় অরাউন্ডার। এরপর আইপিএলে তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। শোনা যাচ্ছে পঁচিশের আইপিএলে তাঁকে ইয়েলোব্রিগেডে দেখা যেতে পারে।

| Updated on: Nov 02, 2024 | 6:00 PM
২০০৮ সালে চেন্নাই সুপার কিংস টিমে নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। এরপর ২০০৯ সালে তাঁর সিএসকে জার্সিতে অভিষেক হয়। (ছবি-পিটিআই ফাইল)

২০০৮ সালে চেন্নাই সুপার কিংস টিমে নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। এরপর ২০০৯ সালে তাঁর সিএসকে জার্সিতে অভিষেক হয়। (ছবি-পিটিআই ফাইল)

1 / 8
টানা ৮ বছর চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন রবি অশ্বিন। হলুদ জার্সিতে ২০১০ ও ২০১১ সালে আইপিএল ট্রফি জেতেন অশ্বিন। ২০১১ ও ২০১৪ সালে সিএসকের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জেতেন অশ্বিন। (ছবি-পিটিআই ফাইল)

টানা ৮ বছর চেন্নাই সুপার কিংস শিবিরে ছিলেন রবি অশ্বিন। হলুদ জার্সিতে ২০১০ ও ২০১১ সালে আইপিএল ট্রফি জেতেন অশ্বিন। ২০১১ ও ২০১৪ সালে সিএসকের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জেতেন অশ্বিন। (ছবি-পিটিআই ফাইল)

2 / 8
২০১৫ সালে সিএসকে জার্সিতে শেষ বার খেলেন ভারতীয় অরাউন্ডার। এরপর আইপিএলে তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। (ছবি-পিটিআই ফাইল)

২০১৫ সালে সিএসকে জার্সিতে শেষ বার খেলেন ভারতীয় অরাউন্ডার। এরপর আইপিএলে তিনি রাইজিং পুনে সুপার জায়ান্টস, কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন। (ছবি-পিটিআই ফাইল)

3 / 8
২০২২ সাল থেকে পরপর দুটো মরসুম পিঙ্ক আর্মিতে কাটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে অবশ্য ধরে এ বছরের মেগা নিলামের আগে ধরে রাখল না রাজস্থান। (ছবি-পিটিআই ফাইল)

২০২২ সাল থেকে পরপর দুটো মরসুম পিঙ্ক আর্মিতে কাটিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁকে অবশ্য ধরে এ বছরের মেগা নিলামের আগে ধরে রাখল না রাজস্থান। (ছবি-পিটিআই ফাইল)

4 / 8
আইপিএল রিটেনশন পর্ব মেটার পর সূত্র মারফত জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস বছর শেষে হতে চলা মেগা নিলামে টার্গেট করবে রবিচন্দ্রেন অশ্বিনকে। (ছবি-পিটিআই ফাইল)

আইপিএল রিটেনশন পর্ব মেটার পর সূত্র মারফত জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংস বছর শেষে হতে চলা মেগা নিলামে টার্গেট করবে রবিচন্দ্রেন অশ্বিনকে। (ছবি-পিটিআই ফাইল)

5 / 8
৫ ক্রিকেটারকে আইপিএল মেগা নিলামের আগে রিটেন করেছে সিএসকে। তারপর ৫৫ কোটি টাকা রয়েছে সিএসকের পার্সে। সেখান থেকেই অশ্বিনের জন্য আলাদা করে পরিকল্পনা করতে পারে চেন্নাই। (ছবি-পিটিআই ফাইল)

৫ ক্রিকেটারকে আইপিএল মেগা নিলামের আগে রিটেন করেছে সিএসকে। তারপর ৫৫ কোটি টাকা রয়েছে সিএসকের পার্সে। সেখান থেকেই অশ্বিনের জন্য আলাদা করে পরিকল্পনা করতে পারে চেন্নাই। (ছবি-পিটিআই ফাইল)

6 / 8
৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে যদি ফেরেন রবিচন্দ্রন অশ্বিন, তা হলে তাঁর ঘর ওয়াপসি হবে বলা যায়। (ছবি-পিটিআই ফাইল)

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসে যদি ফেরেন রবিচন্দ্রন অশ্বিন, তা হলে তাঁর ঘর ওয়াপসি হবে বলা যায়। (ছবি-পিটিআই ফাইল)

7 / 8
২০০৯ সালে আইপিএলে অভিষেক হওয়া রবি অশ্বিন এখনও অবধি এই টুর্নামেন্টে ২১২টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৮০০ রান। নিয়েছেন ১৮০টি উইকেট। (ছবি-পিটিআই ফাইল)

২০০৯ সালে আইপিএলে অভিষেক হওয়া রবি অশ্বিন এখনও অবধি এই টুর্নামেন্টে ২১২টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে করেছেন ৮০০ রান। নিয়েছেন ১৮০টি উইকেট। (ছবি-পিটিআই ফাইল)

8 / 8
Follow Us: