RCB, IPL 2023: বিরাট-ডুপ্লেসি জুটি, ঘরের ছেলে শাহবাজ; নাইট-বধের লক্ষ্যে নজরে যাঁরা
আইপিএলে কেকেআর বনাম আরসিবি দ্বৈরথ বেশ উপভোগ্য। কলকাতায় খেলা হলে তো কথাই নেই। বিরাট কোহলি নাকি কলকাতার দল কাকে সমর্থন করবেন ভেবে পান না সমর্থকরা। তবে সকলের একটাই প্রার্থনা, বৃহস্পতিবার সন্ধ্যায় যেন বিরাটময় হয়ে ওঠে ক্রিকেটের নন্দন কানন।
Most Read Stories