Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Padma Shri Award 2024: বিশ্বের এক নম্বর রোহন বোপান্না-জোৎস্না চিনাপ্পা যে ক্রীড়াবিদরা এ বার পাচ্ছেন পদ্মশ্রী

দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার। ভারতে পদ্ম পুরস্কারকে ৩টি বিভাগে দেওয়া হয়। তা হল পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। পরের বছর থেকেই তা তিনটি ভাগে বিভক্ত হয়। এ বছর দেশের ৭ ক্রীড়াবিদ এই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। জেনে নিন তাঁরা কারা...

| Updated on: Jan 26, 2024 | 1:35 PM
চলতি বছরের পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) প্রাপকের নাম ঘোষণা হয়েছে। এ বছর দেশের ৭জন ক্রীড়াবিদ পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। এক ঝলকে দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা...

চলতি বছরের পদ্মশ্রী পুরস্কার (Padma Shri Award) প্রাপকের নাম ঘোষণা হয়েছে। এ বছর দেশের ৭জন ক্রীড়াবিদ পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন। এক ঝলকে দেখে নিন এই তালিকায় রয়েছেন কারা...

1 / 8
রোহন বোপান্না - সম্প্রতি বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস তারকা হয়েছেন রোহন বোপান্না। এ বার তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন।

রোহন বোপান্না - সম্প্রতি বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস তারকা হয়েছেন রোহন বোপান্না। এ বার তিনি পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন।

2 / 8
জোৎস্না চিনাপ্পা - ভারতের সিনিয়র স্কোয়াশ প্লেয়ার জোৎস্না চিনাপ্পাও পাবেন এ বার পদ্মশ্রী পুরস্কার। হানঝাউ এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে এবং ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন।

জোৎস্না চিনাপ্পা - ভারতের সিনিয়র স্কোয়াশ প্লেয়ার জোৎস্না চিনাপ্পাও পাবেন এ বার পদ্মশ্রী পুরস্কার। হানঝাউ এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জ পেয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাবলসে এবং ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে তিনি সোনা জিতেছিলেন।

3 / 8
পূর্ণিমা মাহাতো - দীর্ঘ সময় ভারতীয় জাতীয় আর্চারি দলের কোচ ছিলেন পূর্ণিমা মাহাতো। তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন অতীতে। এ বার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। তিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন, ১৯৯৪ সালে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।

পূর্ণিমা মাহাতো - দীর্ঘ সময় ভারতীয় জাতীয় আর্চারি দলের কোচ ছিলেন পূর্ণিমা মাহাতো। তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন অতীতে। এ বার পদ্মশ্রী পুরস্কার পেতে চলেছেন। তিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন, ১৯৯৪ সালে কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।

4 / 8
উদয় বিশ্বনাথ দেশপান্ডে - সিনিয়র মল্লখম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপান্ডে এ বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন।

উদয় বিশ্বনাথ দেশপান্ডে - সিনিয়র মল্লখম্ব কোচ উদয় বিশ্বনাথ দেশপান্ডে এ বার পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন।

5 / 8
গৌরব খান্না - ভারতের প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান।

গৌরব খান্না - ভারতের প্যারা ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান।

6 / 8
সত্যেন্দ্র সিং লোহিয়া - দেশের প্যারা সাঁতারু সত্যেন্দ্র সিং লোহিয়া এ বছর পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ২০১৮ সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন।

সত্যেন্দ্র সিং লোহিয়া - দেশের প্যারা সাঁতারু সত্যেন্দ্র সিং লোহিয়া এ বছর পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ২০১৮ সালে তিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন।

7 / 8
 হরবিন্দর সিং - ৮০ বছর বয়সী দেশের প্রাক্তন হকি প্লেয়ার এবং কোচ হরবিন্দর সিং এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার।

হরবিন্দর সিং - ৮০ বছর বয়সী দেশের প্রাক্তন হকি প্লেয়ার এবং কোচ হরবিন্দর সিং এ বছর পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার।

8 / 8
Follow Us: