Sadio Mane: সাফল্যের চূড়ায় পৌঁছেও মাটির মানুষ, গ্রামবাসীদের কল্যানে সাদিও মানে উৎসর্গ করেছেন নিজের জীবন
কিছু কিছু মানুষ থাকেন, যাঁরা সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেও মাটিতে পা রেখেই জীবনটা কাটান। সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে সেই তালিকায় পড়েন। নিজের হোমটাউন ছাড়ার সময় তিনি তিনটি জিনিস প্রমিস করেছিলেন নিজেকে। কথা রেখেছেন তিনি। গ্রামবাসীদের কল্যানে আল নাসের ফুটবলার সাদিও মানে উৎসর্গ করেছেন নিজের জীবন।
Most Read Stories