IPL: ‘সব’ পাওয়ার ভিড়েও যে তারকাদের কপালে আইপিএল ট্রফি জোটেনি

Indian Premier League: এক, দুই, তিন করে মোট ১৬টা আইপিএল হয়ে গিয়েছে। ভারতের এই কোটিপতি লিগের জৌলুস দিন দিন বেড়েই চলেছে। সারা বিশ্বে আইপিএল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। কিন্তু এখনও এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা আইপিএল ট্রফি হাতে তুলতে পারেননি। এই তালিকায় এমন অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাঁদের ক্রিকেট জীবনে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু আইপিএল জয়ের স্বাদ পাননি।

| Updated on: Dec 24, 2023 | 3:02 PM
বিরাট কোহলি - আইপিএলের (IPL) শুরু থেকে তিনি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তাঁকে গত ১৬টা আইপিএলে খেলতে দেখা গিয়েছে। ট্রফির খুব কাছে পৌঁছে গেলেও তা হাতে কখনওই তোলা হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

বিরাট কোহলি - আইপিএলের (IPL) শুরু থেকে তিনি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তাঁকে গত ১৬টা আইপিএলে খেলতে দেখা গিয়েছে। ট্রফির খুব কাছে পৌঁছে গেলেও তা হাতে কখনওই তোলা হয়নি বিরাট কোহলির (Virat Kohli)। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 9
এবি ডে ভিলিয়ার্স - দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স এখন আর আইপিএলের সঙ্গে যুক্ত নন। তিনি আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলেছেন। ৫ হাজারেরও বেশি আইপিএল রান রয়েছে এবিডির ঝুলিতে। কিন্তু মিস্টার ৩৬০ ডিগ্রির আইপিএল জেতা হয়নি একবারও। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

এবি ডে ভিলিয়ার্স - দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডে ভিলিয়ার্স এখন আর আইপিএলের সঙ্গে যুক্ত নন। তিনি আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলেছেন। ৫ হাজারেরও বেশি আইপিএল রান রয়েছে এবিডির ঝুলিতে। কিন্তু মিস্টার ৩৬০ ডিগ্রির আইপিএল জেতা হয়নি একবারও। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 9
ক্রিস গেইল - টি-২০ ক্রিকেটে তাঁর দাপট দেখার মতো। দেশের জার্সি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সর্বক্ষেত্রেই ক্রিস গেইলের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায়। ২০০৯ সাল থেকে ২০২১ সাল অবধি আইপিএলে ১৪২টি ম্যাচ খেলেছেন গেইল। তাতে করেছেন ৪৯৬৫ রান। কিন্তু ইউনিভার্স বসের আইপিএল খেতাব জেতার ইচ্ছেপূরণ হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ক্রিস গেইল - টি-২০ ক্রিকেটে তাঁর দাপট দেখার মতো। দেশের জার্সি হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সর্বক্ষেত্রেই ক্রিস গেইলের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায়। ২০০৯ সাল থেকে ২০২১ সাল অবধি আইপিএলে ১৪২টি ম্যাচ খেলেছেন গেইল। তাতে করেছেন ৪৯৬৫ রান। কিন্তু ইউনিভার্স বসের আইপিএল খেতাব জেতার ইচ্ছেপূরণ হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 9
ঋষভ পন্থ - ২০১৬ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল ঋষভকে। তারপর থেকে তিনি দিল্লির জার্সিতেই খেলছেন। ৭ মরসুম দিল্লির জার্সিতে খেলেও একবারও আইপিএল খেতাব জিততে পারেননি পন্থ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ঋষভ পন্থ - ২০১৬ সাল থেকে আইপিএলের সঙ্গে যুক্ত ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ২০১৬ সালে দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল ঋষভকে। তারপর থেকে তিনি দিল্লির জার্সিতেই খেলছেন। ৭ মরসুম দিল্লির জার্সিতে খেলেও একবারও আইপিএল খেতাব জিততে পারেননি পন্থ। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 9
লোকেশ রাহুল - ২০১৩ সাল থেকে আইপিএলে খেলছেন ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল। এখনও অবধি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলেছেন লোকেশ রাহুল। ১০০-রও বেশি ম্যাচ খেলে ৩৮০০-রও বেশি রান করেছেন রাহুল। কিন্তু এখনও একবারও আইপিএল জিততে পারেননি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

লোকেশ রাহুল - ২০১৩ সাল থেকে আইপিএলে খেলছেন ভারতের উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুল। এখনও অবধি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে খেলেছেন লোকেশ রাহুল। ১০০-রও বেশি ম্যাচ খেলে ৩৮০০-রও বেশি রান করেছেন রাহুল। কিন্তু এখনও একবারও আইপিএল জিততে পারেননি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 9
অমিত মিশ্র - ভারতের লেগ স্পিন মায়েস্ত্রো অমিত মিশ্র ২০০৮ সাল থেকে আইপিএলে খেলেছেন। আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের তালিকায় রয়েছেন তিনি। প্রায় ১৫০-র বেশি আইপিএল ম্যাচ খেললেও এই খেতাব এখনও অধরা অমিতের। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

অমিত মিশ্র - ভারতের লেগ স্পিন মায়েস্ত্রো অমিত মিশ্র ২০০৮ সাল থেকে আইপিএলে খেলেছেন। আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের তালিকায় রয়েছেন তিনি। প্রায় ১৫০-র বেশি আইপিএল ম্যাচ খেললেও এই খেতাব এখনও অধরা অমিতের। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 9
জনি বেয়ারস্টো - ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো ২০১৯ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের জার্সিতে এখনও অবধি আইপিএলে ৩৯টি ম্যাচে খেলেছেন জনি বেয়ারস্টো। তাতে তিনি করেছেন ১২৯১ রান। কিন্তু এখনও অবধি আইপিএল ট্রফি জিততে পারেননি জনি বেয়ারস্টো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

জনি বেয়ারস্টো - ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জনি বেয়ারস্টো ২০১৯ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের জার্সিতে এখনও অবধি আইপিএলে ৩৯টি ম্যাচে খেলেছেন জনি বেয়ারস্টো। তাতে তিনি করেছেন ১২৯১ রান। কিন্তু এখনও অবধি আইপিএল ট্রফি জিততে পারেননি জনি বেয়ারস্টো। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 9
ক্রিস মরিস - দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস ২০২২ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এক দশক পাঁচ আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ক্রিস মরিস। কিন্তু তারপরও এক বারও আইপিএল ট্রফি জিততে পারেননি ক্রিস মরিস। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ক্রিস মরিস - দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস ২০২২ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এক দশক পাঁচ আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন ক্রিস মরিস। কিন্তু তারপরও এক বারও আইপিএল ট্রফি জিততে পারেননি ক্রিস মরিস। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 9
ডেইল স্টেন - দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেইল স্টেন ২০০৮ সাল থেকে ২০২০ সাল অবধি আইপিএলে খেলেছেন। তিনি ৯৩টি আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন ৯৭টি উইকেট। কিন্তু এই প্রোটিয়া বোলারের কখনও আইপিএল খেতাব জেতা হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

ডেইল স্টেন - দক্ষিণ আফ্রিকার তারকা বোলার ডেইল স্টেন ২০০৮ সাল থেকে ২০২০ সাল অবধি আইপিএলে খেলেছেন। তিনি ৯৩টি আইপিএল ম্যাচ খেলে নিয়েছেন ৯৭টি উইকেট। কিন্তু এই প্রোটিয়া বোলারের কখনও আইপিএল খেতাব জেতা হয়নি। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)

9 / 9
Follow Us: