Wriddhiman Saha: ‘কী করব, অভ্যেস হয়ে গিয়েছে’, কেন এমন বলছেন ঋদ্ধিমান সাহা?

Wriddhiman Saha Spectacular Catch: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমেও গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। বিশ্বের অন্যতম সেরা কিপার। বয়সের দোহাই দিয়ে তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ঋষভ পন্থ গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সে সময় ভারতীয় দলে কিপার নিয়ে বড় ক্রাইসিস তৈরি হয়। তাতেও অবশ্য ফেরানো হয়নি ঋদ্ধিকে। বয়স যে একটা সংখ্যা মাত্র, বার বার নানা ক্রীড়াবিদ প্রমাণ করেছেন। ঋদ্ধিমান 'সুপারম্যান' সাহা এখনও সেটা করে চলেছেন। তাপরই ফেসবুকে লিখলেন, 'কী করব, অভ্যেস হয়ে গিয়েছে।'

| Edited By: | Updated on: Dec 06, 2023 | 6:20 PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমেও গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। বিশ্বের অন্যতম সেরা কিপার। বয়সের দোহাই দিয়ে তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছবি: ফেসবুক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমেও গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। বিশ্বের অন্যতম সেরা কিপার। বয়সের দোহাই দিয়ে তাঁকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছবি: ফেসবুক

1 / 8
ঋষভ পন্থ গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সে সময় ভারতীয় দলে কিপার নিয়ে বড় ক্রাইসিস তৈরি হয়। তাতেও অবশ্য ফেরানো হয়নি ঋদ্ধিকে। ছবি: ফেসবুক

ঋষভ পন্থ গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সে সময় ভারতীয় দলে কিপার নিয়ে বড় ক্রাইসিস তৈরি হয়। তাতেও অবশ্য ফেরানো হয়নি ঋদ্ধিকে। ছবি: ফেসবুক

2 / 8
বয়স যে একটা সংখ্যা মাত্র, বার বার নানা ক্রীড়াবিদ প্রমাণ করেছেন। ঋদ্ধিমান 'সুপারম্যান' সাহা এখনও সেটা করে চলেছেন। তাপরই ফেসবুকে লিখলেন, 'কী করব, অভ্যেস হয়ে গিয়েছে।' ছবি: ফেসবুক

বয়স যে একটা সংখ্যা মাত্র, বার বার নানা ক্রীড়াবিদ প্রমাণ করেছেন। ঋদ্ধিমান 'সুপারম্যান' সাহা এখনও সেটা করে চলেছেন। তাপরই ফেসবুকে লিখলেন, 'কী করব, অভ্যেস হয়ে গিয়েছে।' ছবি: ফেসবুক

3 / 8
জাতীয় দলের হয়ে অসংখ্য চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। সেই হিসেব দিতে বসলে কার্যত শেষই হবে না। বিশ্বের অন্যতম সেরা কিপার মানা হয় ঋদ্ধিকে। ছবি: ফেসবুক

জাতীয় দলের হয়ে অসংখ্য চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। সেই হিসেব দিতে বসলে কার্যত শেষই হবে না। বিশ্বের অন্যতম সেরা কিপার মানা হয় ঋদ্ধিকে। ছবি: ফেসবুক

4 / 8
একদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে এমনই আরও এক অভাবনীয় ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। পন্ডিচেরীর বিরুদ্ধে সেই ম্যাচে তাঁর নেওয়া ক্যাচের স্ক্রিনগ্র্যাব শেয়ার করেছেন ঋদ্ধি। ছবি: ফেসবুক

একদিন আগেই বিজয় হাজারে ট্রফিতে এমনই আরও এক অভাবনীয় ক্যাচ নিয়েছেন ঋদ্ধিমান সাহা। পন্ডিচেরীর বিরুদ্ধে সেই ম্যাচে তাঁর নেওয়া ক্যাচের স্ক্রিনগ্র্যাব শেয়ার করেছেন ঋদ্ধি। ছবি: ফেসবুক

5 / 8
এমন ক্যাচ নেওয়া তো তাঁর কাছে নতুন নয়! 'অভ্যেস হয়ে গিয়েছে' সেটা যেন তারই ইঙ্গিত। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমন ক্যাচের সংখ্যা কম নয়। ছবি: ফেসবুক

এমন ক্যাচ নেওয়া তো তাঁর কাছে নতুন নয়! 'অভ্যেস হয়ে গিয়েছে' সেটা যেন তারই ইঙ্গিত। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমন ক্যাচের সংখ্যা কম নয়। ছবি: ফেসবুক

6 / 8
শুধুই কি ক্যাচ? গত আইপিএলের কথাই ধরা যাক। গুজরাট টাইটান্স জার্সিতে অভিষেক হয় আফগানিস্তানের বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লেগ সাইডে তাঁর একটি ডেলিভারি দুর্দান্ত ভাবে আটকান ঋদ্ধি। ওয়াইড তো অবশ্যই, নিশ্চিত বাই চারও ছিল। ছবি: ফেসবুক

শুধুই কি ক্যাচ? গত আইপিএলের কথাই ধরা যাক। গুজরাট টাইটান্স জার্সিতে অভিষেক হয় আফগানিস্তানের বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লেগ সাইডে তাঁর একটি ডেলিভারি দুর্দান্ত ভাবে আটকান ঋদ্ধি। ওয়াইড তো অবশ্যই, নিশ্চিত বাই চারও ছিল। ছবি: ফেসবুক

7 / 8
কিপার ঋদ্ধিকে বারবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অশ্বিন, জাডেজা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। টাইটান্স অধিনায়ক হার্দিকও আস্থা রেখেছিলেন ঋদ্ধিতেই। গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমন গিলও দায়িত্ব পেয়েই ঋদ্ধির প্রশংসায় মেতেছিলেন। ছবি: ফেসবুক

কিপার ঋদ্ধিকে বারবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অশ্বিন, জাডেজা, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা। টাইটান্স অধিনায়ক হার্দিকও আস্থা রেখেছিলেন ঋদ্ধিতেই। গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমন গিলও দায়িত্ব পেয়েই ঋদ্ধির প্রশংসায় মেতেছিলেন। ছবি: ফেসবুক

8 / 8
Follow Us: