Morning Skin Care: সকালে উঠে এইভাবে ত্বকের যত্ন নিলে সারাদিন আর কিছু না করলেও চলবে

Skin Care Tips: সকালে স্নান করে মুখে আইস কিউব ঘষে নিলেও সারাদিন মুখের ফ্রেশনেস বজায় থাকে

| Edited By: | Updated on: Mar 25, 2023 | 7:00 AM
শরীরের যত্ন নিলে যেমন শরীর সুস্থ থাকে তেমনই ত্বকের যত্ন নিলে ত্বকও ঠিক থাকে। ব্রণ, বলিরেখা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এসবের থেকে দূরে থাকা যায়।

শরীরের যত্ন নিলে যেমন শরীর সুস্থ থাকে তেমনই ত্বকের যত্ন নিলে ত্বকও ঠিক থাকে। ব্রণ, বলিরেখা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া এসবের থেকে দূরে থাকা যায়।

1 / 8
সকালে উঠে যদি এই নিয়মগুলি মেনে টলতে পারেন তাহলে সারাদিন ত্বক থাকবে তরতাজা। সেই সঙ্গে ত্বক হবে সোনার মত উজ্জ্বল

সকালে উঠে যদি এই নিয়মগুলি মেনে টলতে পারেন তাহলে সারাদিন ত্বক থাকবে তরতাজা। সেই সঙ্গে ত্বক হবে সোনার মত উজ্জ্বল

2 / 8
দিনের শুরুতেই খুব ভাল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখের অতিরিক্ত তেল থাকবে না। ত্বক হবে নরম ও সুন্দর।

দিনের শুরুতেই খুব ভাল ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এতে মুখের অতিরিক্ত তেল থাকবে না। ত্বক হবে নরম ও সুন্দর।

3 / 8
ত্বক যাতে ভিতর থেকে কন্ডিশনিং হয় তার জন্য কম পিএইচ- যুক্ত ক্লিনজার ব্যবহার করুন। এতেই গভীর থেকে পরিষ্কার হবে

ত্বক যাতে ভিতর থেকে কন্ডিশনিং হয় তার জন্য কম পিএইচ- যুক্ত ক্লিনজার ব্যবহার করুন। এতেই গভীর থেকে পরিষ্কার হবে

4 / 8
ক্লিনজারের পর অবশ্যই একটি ভাল টোনার ব্যবহার করবেন। ভাল টোনার ত্বকের তেল-ময়লা সহজেই পরিষ্কার করে দেবে

ক্লিনজারের পর অবশ্যই একটি ভাল টোনার ব্যবহার করবেন। ভাল টোনার ত্বকের তেল-ময়লা সহজেই পরিষ্কার করে দেবে

5 / 8
ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যেহেতু এখন গরম তাই ক্রিম বেসের পরিবর্তে জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করলেই সবথেকে ভাল

ত্বকের ধরণ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। যেহেতু এখন গরম তাই ক্রিম বেসের পরিবর্তে জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করলেই সবথেকে ভাল

6 / 8
ত্বকের কোলাজেন গঠনের জন্য সিরাম ব্যবহার জরুরি। তাই ভাল একটা সিরাম বেছে নিন, সকালে অথবা রাতে অবশ্যই ব্যবহার করবেন

ত্বকের কোলাজেন গঠনের জন্য সিরাম ব্যবহার জরুরি। তাই ভাল একটা সিরাম বেছে নিন, সকালে অথবা রাতে অবশ্যই ব্যবহার করবেন

7 / 8
সকালে বাড়ির বাইরে বেরনোর সময় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সারাবছরই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি

সকালে বাড়ির বাইরে বেরনোর সময় সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সারাবছরই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি

8 / 8
Follow Us: