Sunil Gavaskar’s Birthday: ৭২-এ পা দিলেন সুনীল গাভাসকর
আজ ১০ জুলাই। আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ৭২-এ পা দিনের সানি। ভারতের হয়ে ১২৫টি টেস্ট এবং ১০৮টি ওয়ান ডে খেলে যথাক্রমে ১০১২২ ও ৩০৯২ রান করেছেন সুনীল গাভাসকর। দুই ফর্ম্যাটে তাঁর শতরান ৩৫টি। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক সুনীল গাভাসকরের কিছু তথ্য...
Most Read Stories