Sunil Gavaskar’s Birthday: ৭২-এ পা দিলেন সুনীল গাভাসকর

আজ ১০ জুলাই। আজকের দিনে জন্মেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ৭২-এ পা দিনের সানি। ভারতের হয়ে ১২৫টি টেস্ট এবং ১০৮টি ওয়ান ডে খেলে যথাক্রমে ১০১২২ ও ৩০৯২ রান করেছেন সুনীল গাভাসকর। দুই ফর্ম্যাটে তাঁর শতরান ৩৫টি। জন্মদিনে এক নজরে দেখে নেওয়া যাক সুনীল গাভাসকরের কিছু তথ্য...

| Edited By: | Updated on: Jul 10, 2021 | 1:21 PM
১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য সানি।

১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য সানি।

1 / 6
টেস্ট ক্রিকেটে বিশ্বে প্রথম ১০ হাজার রান করা ব্যাটসম্যান হলেন সুনীল গাভাসকর।

টেস্ট ক্রিকেটে বিশ্বে প্রথম ১০ হাজার রান করা ব্যাটসম্যান হলেন সুনীল গাভাসকর।

2 / 6
সুনীল গাভাসকর হলেন প্রথম ভারতীয় ফিল্ডার যিনি টেস্টে ১০০টি ক্যাচ নিয়েছিলেন।

সুনীল গাভাসকর হলেন প্রথম ভারতীয় ফিল্ডার যিনি টেস্টে ১০০টি ক্যাচ নিয়েছিলেন।

3 / 6
২০০৫ সাল পর্যন্ত টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরি ছিল সুনীল গাভাসকরের দখলে।

২০০৫ সাল পর্যন্ত টেস্টে সবথেকে বেশি সেঞ্চুরি ছিল সুনীল গাভাসকরের দখলে।

4 / 6
 প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে তিনবার দুটি ইনিংসেই শতরান করেছিলেন।

প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে তিনবার দুটি ইনিংসেই শতরান করেছিলেন।

5 / 6
 অভিষেক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান (৭৭৪) রয়েছে সানির দখলে।

অভিষেক টেস্ট সিরিজে সর্বোচ্চ রান (৭৭৪) রয়েছে সানির দখলে।

6 / 6
Follow Us: