নতুন জীবনে পা দিতে চলেছেন ভারতীয় দলের ওপেনার-ব্যাটার লোকেশ রাহুল। পাত্রী সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টি। ঝাঁ চকচকে পাঁচ তারা হোটেল বা ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতো জগঝম্প চান না রাহুল। তাঁর আবদারেই নির্জনতায় ঘেরা সুনীল শেট্টির খান্ডালার বাড়িতে বসছে বিয়ের আসর। (ছবি:ইনস্টাগ্রাম)
এছাড়াও রয়েছে বড়সড় সারপ্রাইজ। মেয়ের সঙ্গীতে চুটিয়ে ডান্স করার পরিকল্পনা করেছেন অভিনেতা সুনীল শেট্টি। সঙ্গ দেবেন স্ত্রী মানা শেট্টি। (ছবি:ইনস্টাগ্রাম)
সোলো পারফরম্যান্স থাকবে আথিয়ার ভাই অহন শেট্টির।(ছবি:ইনস্টাগ্রাম)
তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই থাকবে। এটা তাঁদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে যেতে। আথিয়ার ভাগ্যে আরও এগিয়ে যাবেন রাহুল। আথিয়াও ভবিষ্যতে নিজের জায়গা পাকা করতে পারবেন রাহুলের জন্যই।
লোকেশ রাহুলের বিয়ের পোশাক ডিজাইন করছেন রাহুল বিজয়। বিয়ের পরপরই রিসেপশনের সুযোগ নেই। সামনেই বর্ডার গাভাসকর ট্রফি, এরপর আইপিএল। তারপরই বসবে রিসেপশনের আসর।(ছবি:ইনস্টাগ্রাম)
হবু কনে আথিয়ার বিয়ের পোশাকের দায়িত্বে ডিজাইনার এমি প্যাটেল। বিয়ের দিন হয়তো শাড়ি পরবেন আথিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)
রাহুল ও আথিয়ার বিয়ের পোশাকে রঙ, ডিজাইনে মিল থাকছে। প্রায়ই টুইন করে পোশাক পরে থাকেন এই লাভ বার্ডস। বিয়ের আসরেও তার অন্যথা হবে না। (ছবি:ইনস্টাগ্রাম)