AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suryakumar Yadav: সাফল্যের রহস্য কী? সূর্যকুমার বললেন তাঁর ‘জীবনের কোচ’-এর কথা

বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দলকে জেতালেন। শেষ বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ৩২ বছরের সূর্য দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সাফল্যের রহস্য কী? মিস্টার যাদব বলেছেন তাঁর 'জীবনের কোচ'এর কথা।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 8:53 AM
Share
বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দলকে জেতালেন। শেষ বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ৩২ বছরের সূর্য দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সাফল্যের রহস্য কী? মিস্টার যাদব বলেছেন তাঁর 'জীবনের কোচ'এর কথা।(ছবি:ইনস্টাগ্রাম)

বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দলকে জেতালেন। শেষ বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূরণ করেন সূর্যকুমার যাদব। ৩২ বছরের সূর্য দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই সাফল্যের রহস্য কী? মিস্টার যাদব বলেছেন তাঁর 'জীবনের কোচ'এর কথা।(ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
 তিরিশের গণ্ডি পার হওয়ার পর জাতীয় দলে প্রবেশ সূর্যকুমারের। তারপর থেকে রোহিত শর্মার ভরসার পাত্র হয়ে উঠেছেন। অথচ একটা সময় সূর্যকুমার কেরিয়ারে চরম খারাপ সময় দেখেছেন। হতাশ হয়েছেন। সেই সময়গুলিতে পাশে থেকেছেন 'লাইফ কোচ' দেবিশা শেট্টি। সূর্যের স্ত্রী।(ছবি:ইনস্টাগ্রাম)

তিরিশের গণ্ডি পার হওয়ার পর জাতীয় দলে প্রবেশ সূর্যকুমারের। তারপর থেকে রোহিত শর্মার ভরসার পাত্র হয়ে উঠেছেন। অথচ একটা সময় সূর্যকুমার কেরিয়ারে চরম খারাপ সময় দেখেছেন। হতাশ হয়েছেন। সেই সময়গুলিতে পাশে থেকেছেন 'লাইফ কোচ' দেবিশা শেট্টি। সূর্যের স্ত্রী।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
 ডায়েটে বদল এনে টি-২০ জাতীয় দলের বিধ্বংসী ব্যাটারের তকমা পেয়েছেন সূর্য। ভালো সময় এলেও অতীতের দিনগুলি ভুলে যাননি। স্ত্রী দেবিশাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, কঠিন সময়গুলিতে কীভাবে পাশে ছিলেন তাঁর অর্ধাঙ্গিনী।(ছবি:ইনস্টাগ্রাম)

ডায়েটে বদল এনে টি-২০ জাতীয় দলের বিধ্বংসী ব্যাটারের তকমা পেয়েছেন সূর্য। ভালো সময় এলেও অতীতের দিনগুলি ভুলে যাননি। স্ত্রী দেবিশাকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, কঠিন সময়গুলিতে কীভাবে পাশে ছিলেন তাঁর অর্ধাঙ্গিনী।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
সূর্য বলেছেন, "ও আমার লাইফ কোচ। আমাকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করে। তাতে ভালো পারফর্ম করি বা খারাপ। আমায় বলে, আজ তোমার দিনটা ভালো কেটেছে। তাই আজ রাতটা নিজের মতো করে কাটাও। কাল যা হবে দেখা যাবে।"  (ছবি:ইনস্টাগ্রাম)

সূর্য বলেছেন, "ও আমার লাইফ কোচ। আমাকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করে। তাতে ভালো পারফর্ম করি বা খারাপ। আমায় বলে, আজ তোমার দিনটা ভালো কেটেছে। তাই আজ রাতটা নিজের মতো করে কাটাও। কাল যা হবে দেখা যাবে।" (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে সূর্য খেলেছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেলদের সঙ্গে। তাঁর নীল জার্সি গায়ে চড়ালেও সুযোগ হচ্ছিল না সূর্যকুমারের। ২০১৬ সালে দেবিশার সঙ্গে বিয়ের হয়। তবে স্বপ্ন দেখা ছাড়েননি। তারই ফল পাচ্ছেন হাতেনাতে।(ছবি:ইনস্টাগ্রাম)

অনূর্ধ্ব ২৩ এশিয়া কাপে সূর্য খেলেছেন লোকেশ রাহুল, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেলদের সঙ্গে। তাঁর নীল জার্সি গায়ে চড়ালেও সুযোগ হচ্ছিল না সূর্যকুমারের। ২০১৬ সালে দেবিশার সঙ্গে বিয়ের হয়। তবে স্বপ্ন দেখা ছাড়েননি। তারই ফল পাচ্ছেন হাতেনাতে।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5